ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

১ কোটি টাকার বিগ ব্যাশ নাকি ৩৫ লাখ টাকার বিপিএল যেখানে খেলবেন জানিয়ে দিলেন রিশাদ হোসেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ০১ ২২:৪২:৪৮
১ কোটি টাকার বিগ ব্যাশ নাকি ৩৫ লাখ টাকার বিপিএল যেখানে খেলবেন জানিয়ে দিলেন রিশাদ হোসেন

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। আজ অস্ট্রেলিয়ার সিডনিতে বিগ ব্যাশ ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে রিশাদকে দলে নিয়েছে হোবার্টের দলটি। এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব আল হাসানই বিগ ব্যাশে খেলেছেন।

ড্রাফটের ২৮ নম্বর ডাকে বাংলাদেশের এই তারকাকে দলে ভেড়ায় দুই বারের রানারআপ দলটি। রিশাদের আগে তারা দলে টেনেছিল ইংল্যান্ডের ক্রিস জর্ডান এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে। বিগ ব্যাশের ড্রাফটে রিশাদ হোসেনকে ১ লাখ অন্ট্রেলিয়ান ডলার দিয়ে নিজের দলে নেয় হোবার্ট হারিকেনস। যা বাংলাদেশি টাকায় ৮০ লাখের উপরে।

ড্রাফটের চতুর্থ রাউন্ডে এসেছিল রিশাদের ক্যাটাগরি। মেলবোর্ন স্টার্স, মেলবোর্ন রেনেগেডস এবং সিডনি থান্ডার্স দলে কাউকে ডাকেনি। চতুর্থ দল হিসেবে ডাক পেয়েই হোবার্ট ডাক দেয় রিশাদকে। এরপর অ্যাডিলেড স্ট্রাইকার্সও কাউকে ডাকেনি।

ফেসবুক পোস্টে রিশাদকে স্বাগত জানিয়েছে তার দল হোবার্ট হারিকেন্স। নিজেদের পেইজে পোস্ট করা ফটোকার্ডে দুর্দান্ত তরুণ লেগ স্পিনার হিসেবে উল্লেখ করা হয়েছে দলের পক্ষ থেকে। রিশাদ এবারের আসরে নাম জমা দিয়েছিলেন ৬ থেকে ৯টি ম্যাচ এবং ফাইনাল খেলতে পারবেন এমন শর্তে। হোবার্ট তাকে ডেকেছে লেগ স্পিনের শক্তিমত্তা বাড়াতে।

তবে বাস্তবতা বলছে, বিগ ব্যাশে তার খেলার সম্ভাবনা সামান্যই। আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে এই আসর। রিশাদের তখন থাকার কথা ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ায় দুটি টেস্ট শেষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৮ ডিসেম্বর, টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৬ ডিসেম্বর। সেই সিরিজ শেষ হবে ২০ ডিসেম্বর। ২০ ডিসেম্বর শেষ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তেমন একটা প্রভাব পরবে না রিশাদের বিগ ব্যাশে খেলা না খেলা নিয়ে। তবে বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে ২৭ ডিসেম্বর থেকে। বিপিএল যদি ২৭ ডিসেম্বর থেকে শুরু হয় তাহলে রিশাদ হয়তো বিগ ব্যাশ খেলার ছাড়পত্র নাও পেতে পারেন। তবে বিপিএল যদি পরে শুরু হয় তাহলে রিশাদ কয়েকটি ম্যাচ খেলার সুযোগ অবশ্যই পাবেন।

বিগ ব্যাশ খেলা না খেলা নিয়ে রিশাদ হোসেন বলেছেন, "বিগ ব্যাশ যখন শুরু হবে তখন আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকবো। সাথে আবার বিপিএলও রয়েছে। তাই যদি সুযোগ থাকে তাহলে আমি বিগ ব্যাশ খেলতে যাবো।" গত বছর রিশাদ হোসেন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাকে ৩৫ লাখ টাকায় দলে ভিড়ায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে