ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১

লিটন ও মিরাজের ফিফটিতে লড়ছে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ০১ ১৪:৪৭:৩৪
লিটন ও মিরাজের ফিফটিতে লড়ছে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

মিরাজ ছন্দে আছেন। সেটা বোঝা গেছে তাঁর ইনিংসের প্রথম বল থেকেই। বাংলাদেশের ব্যাটিং ধসের পর উইকেটে এসে ব্যাটিং করেছেন ওয়ানডে মেজাজে। এরপর পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং কৌশল বদলেছেন। ফিফটি পেয়েছেন ৮১ বলে। টেস্টে এটি মিরাজের অষ্টম ফিফটি। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৫।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন। খেলেছিলেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ফিফটি পেলেন। টেস্টে এটি লিটনের ১৮তম ফিফটি। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর যেভাবে দলকে টেনেছেন, গুরত্বের বিচারে নিঃসন্দেহে এটি তাঁর অন্যতম সেরা।

লিটন- মিরাজ যেন অন্য উইকেটে ব্যাটিং করছেন। লাঞ্চের পর থেকেই ওয়ানডে মেজাজে ব্যাটিং করছেন দুজন। শেষ দুই ওভারে বাউন্ডারি মেরেছেন ৬টি। দুজনেই আছেন ফিফটির কাছাকাছি। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১১৫।

বাংলাদেশের ইনিংসে সর্বশেষ আউট হয়েছেন সাকিব আল হাসান। ১০ বলে ২ রান করে সাকিব আউট হয়েছেন খুররমের বলে। খুররম নিয়েছেন ৪ উইকেট, মীর হামজা নিয়েছেন ২ উইকেট।

ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে জাকিরকে দিয়ে শুরু। এরপর সাদমান ফেরেন অষ্টম ওভারে। একই ওভারে নাজমুলকে ফিরিয়েছেন খুররম শেহজাদ। খুররমের জোড়া আঘাতের পর নবম ওভারের প্রথম বলে মুমিনুলকে মোহাম্মদ আলীর ক্যাচ বানান মীর হামজা। সব মিলিয়ে ১৪ বলের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কা জেগেছে বাংলাদেশের। এই মুহূর্তে ৪ উইকেট হারিয়ে ২৪ রান বাংলাদেশের।

দিনের তৃতীয় ওভারে একপ্রকার ‘জীবন’ই পেয়েছেন জাকির হাসান। কিন্তু পরের ওভারে আর ‘জীবন’ পেলেন না তিনি। দিনের চতুর্থ ওভারে খুররম শেহজাদের বলে স্কয়ার লেগে আবরার আহমেদের কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি ব্যক্তিগত ১ রান করে।

ইনিংসের প্রথম বলেই ‘জীবন’ পেয়েছিলেন সাদমান ইসলাম। মীর হামজার বলে স্লিপে ক্যাচ ফেলেছিলেন সৌদ শাকিল। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলেন না বাংলাদেশের ওপেনার। ২৩ বলে ১০ রান করে খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। ২ উইকেটে ২০ রান করেছে বাংলাদেশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে