ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১

মিরাজ ও তাসকিনের জোড়া উইকেট ধুকছে পাকিস্তান, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ৩১ ১৫:০৮:৪২
মিরাজ ও তাসকিনের জোড়া উইকেট ধুকছে পাকিস্তান, দেখেনিন সর্বশেষ স্কোর

২৮ বলে ১৬ রান করে এগোচ্ছিলেন সৌদ শাকিল। দ্বিতীয় সেশনের ১৮তম ওভারে তাসকিনের বলে প্লেড অন হয়ে আউট হলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তাসকিনের এই ওভারে প্রথম দুই বলে দুটি চার মেরেছিলেন শাকিল। ওভারের শেষ বলে তাঁকে তুলে নিলেন তাসকিন।

ক্রিজে ১৭ রানে অপরাজিত বাবরের নতুন সঙ্গী মোহাম্মদ রিজওয়ান।

পাকিস্তান প্রথম ইনিংস: ৪৩ ওভারে ৪ উইকেটে ১৫১।

‘ওয়ান ব্রিংগস অ্যানাদার’ বলে একটা কথা আছে। মেহেদী হাসান মিরাজ সেই কথাটিই যেন মনে করিয়ে দিলেন। মধ্যহ্ন বিরতির পরপরই পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ফিরিয়েছেন মিরাজ। এবার তিনি আউট করলেন ওপেনার সাইম আইয়ুবকেও।

মাসুদের মতোই ফিফটি পেরিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন আইয়ুব। খেলছিলেন রয়েসয়ে, মাথা ঠান্ডা রেখে। কিন্তু মিরাজের ঝুলিয়ে দেওয়া বলে বড় শট খেলার ‘লোভ’ সামলাতে পারেননি। ক্রিজ ছেড়ে বেরিয়ে স্লগ করতে গিয়ে বলে ব্যাটের নাগাল পাননি। বল গিয়ে জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের হাতে। বেল দুটি ফেলে আইয়ুবকে স্টাম্পড করেন লিটন।

১৪ মাস পর টেস্টে ফিরেছেন তাসকিন আহমেদ। তবে ম্যাচের শুরুতে নতুন বলটা তাঁর হাতে তুলে দিতে দ্বিতীয়বার ভাবেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। আস্থার প্রতিদান দিয়ে ম্যাচের প্রথম ওভারেই তাসকিন যা করলেন, সেটিকে নতুন বলে একজন পেসারের স্বপ্নের ডেলিভারি বলাই যায়।

ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান না দেওয়া তাসকিন শেষ বলটি করলেন অফ স্টাম্পের একটু বাইরে ভালো লেন্থে। ইনসুইং করে তা আবদুল্লাহ শফিক ব্যাট ও প্যাডের ফাঁক গলে আঘাত হানল স্টাম্পে। মেডেন উইকেট নিয়ে ফেরাটা রাঙিয়ে রাখলেন তাসকিন।

পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সালমান, খুররম শেহজাদ, মির হামজা, আবরার আহমেদ ও মোহাম্মদ আলী।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (সহ–অধিনায়ক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে