ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১

উইকেটের দেখা পেল বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ৩১ ১৪:০০:৫৩
উইকেটের দেখা পেল বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

প্রথম ওভারেই আবদুল্লাহ শফিককে বোল্ড করে প্রত্যাবর্তন টেস্টে বড় কিছুর আভাস দিয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু সেটাই শেষ। দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুব–শান মাসুদের দারুণ ব্যাটিংয়ে পাকিস্তান শুধু প্রাথমিক ধাক্বাই সামলে ওঠেনি, রাওয়ালপিন্ডির তপ্ত রোদে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষায় ফেলেছে। মধ্যাহ্ন বিরতির আগে ৪ ছুঁই ছুঁই রানরেটে ২৫ ওভারে ১ উইকেটে ৯৯ রান তুলেছে স্বাগতিকেরা।

তবে লাঞ্চ বিরতিতে থেকে ফিরেই ফিফটি দেখা পাওয়া অধিনায় শান মাসুদকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৫৭ রানে ফিরেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১১৬ রান।

১৪ মাস পর টেস্টে ফিরেছেন তাসকিন আহমেদ। তবে ম্যাচের শুরুতে নতুন বলটা তাঁর হাতে তুলে দিতে দ্বিতীয়বার ভাবেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। আস্থার প্রতিদান দিয়ে ম্যাচের প্রথম ওভারেই তাসকিন যা করলেন, সেটিকে নতুন বলে একজন পেসারের স্বপ্নের ডেলিভারি বলাই যায়।

ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান না দেওয়া তাসকিন শেষ বলটি করলেন অফ স্টাম্পের একটু বাইরে ভালো লেন্থে। ইনসুইং করে তা আবদুল্লাহ শফিক ব্যাট ও প্যাডের ফাঁক গলে আঘাত হানল স্টাম্পে। মেডেন উইকেট নিয়ে ফেরাটা রাঙিয়ে রাখলেন তাসকিন।

পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সালমান, খুররম শেহজাদ, মির হামজা, আবরার আহমেদ ও মোহাম্মদ আলী।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (সহ–অধিনায়ক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে