ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

তামিমকে নিয়ে পোস্ট করে নতুন করে আলোচনার ঝড় তুললেন  সাকিবের স্ত্রীর বোন শিখা আহমেদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ২৫ ১৬:১৮:৪৬
তামিমকে নিয়ে পোস্ট করে নতুন করে আলোচনার ঝড় তুললেন  সাকিবের স্ত্রীর বোন শিখা আহমেদ

দীর্ঘ দিন ধরে অন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম। তার কারণ সবার জানা। এই নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে পুরনে সেই কথা তুলে নতুন করে সাকিবের সাথে তামিমের এই দ্বন্দের মাঝে আবারও ঘি ঢাললেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে শিরিরের বোন শিখা আহমেদ। তিনি তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন তামিম কোটায় এতো দিন ক্রিকেট খেলেছেন।

তিনি ফেসবুকে লিখেছেন, "ছেলেটার কপাল ভালো না মন্দ বুঝিনা, একটা মানুষ ফুল career কোটার ক্যাটাগরি তে কইরা গেলো, এখন আবার রিটার্ন করেছে উপদেষ্টা কোটায়, উপদেষ্টা যদি তার নিজের ক্ষমতায় retired প্লেয়ার কে টীম ব্যাক করান তাইলে এত এত মানুষ মেরে এই আন্দোলনের মানেটা কি ছিল, তাহলে তো বুঝা যাইতেসে আপনাদের ধান্দা ক্ষমতা মেধা ফেদা হইলো ফাঁকা বুলি।"

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে