ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

MD. Razib Ali

Senior Reporter

এবার সাকিবের পক্ষ নিয়ে ফেসবুকে সাহসী পোস্ট করলেন রুবেল হোসেন, যা নিয়ে সারা দেশে আলোচনা ঝড়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ২৫ ০১:০২:৫৮
এবার সাকিবের পক্ষ নিয়ে ফেসবুকে সাহসী পোস্ট করলেন রুবেল হোসেন, যা নিয়ে সারা দেশে আলোচনা ঝড়

দীর্ঘ বিরতির পর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে টেস্ট ম্যাচে ফিরেছে সাকিব। ইতিমধ্যে শুরু হয়েছে প্রথম টেস্ট ম্যাচের খেলা। এই ম্যাচের একাদশে আছেন বিশ্ব সেরা আলরাউন্ডার সাকিব আল হাসান।

ইতিমধ্যে তার বিরুদ্ধে হ *ত্যা মামলা করা হয়েছে। রাজধানীর আদাবরে গার্মেন্টস শ্রমিক হত্যার ঘটনায় সাকিবকে আসামী করা হয়েছে। সাকিব এ মামলার ২৮ নম্বর আসামি। তবে সাকিবকে নিয়ে এখনি কোনো সিদ্ধান্ত নিতে চায় না বিসিবি। বিসিবি বস ফারুক আহমেদ বলেন, এফআইআর হয়েছে এটা তো মাত্র ফারস্ত ইনফরমেশন। এখনও কোনো চার্জ গঠন হয়নি, আমি যতদূর জানি। বিসিবির সাথে সাকিবের সম্পর্ক হলো সে খেলোয়াড় বা কর্মী। চুক্তিতে আছে। লিগ্যাল নোটিশ পেলে আমরা সিদ্ধান্ত নিতে পারব।

এখন খেলতে বাধা নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘না, একটা ম্যাচ চলছে, এখান থেকে তাকে সরিয়ে নিতে পারব না।’

ইতমধ্যে সাকিবের পাশে দাঁড়াতে শুরু করেছে ক্রিকেটারা। মুনিম শাহারিয়ার শরিফুল ইসলামের পর এবার পোস্ট করেছেন রুবেল হোসেন। শরিফুল ফেসবুকে লিখেন, সবসময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে থাকবে।

বাংলাদেশর তরুন ওপেনার মুনিম শাহারিয়ার ফেসবুকে লিখেন, মানুষের মন মানসিকতা পরিবর্তন না হলে দেশ আরো দশবার স্বাধীন হলেও দেশে পরিবর্তন আসবে না। ১৭ বছর যেমন মিথ্যা মামলা হইছে দেশ স্বাধীনের পরে এখনো মিথ্যা মামলাই হচ্ছে, তাহলে পরিবর্তনটা হলো কোথায়!!

রুবেল হোসেন ফেসবুকে লিখেন, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে