ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

মুশফিকের ১৫০, লিড নিল বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ২৪ ১৫:৩০:২২
মুশফিকের ১৫০, লিড নিল বাংলাদেশ

চলছে পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। সাউদ সাকিল ও মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাদমান ইসলাম করেন ৯৩ রান। তৃতীয় দিনের শেষ বিকেলে লিটন দাস ও মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরি ৫ উইকেটে ৩১৬ রান তোলে বাংলাদেশ। পাকিস্তানের চেয়ে ১৩২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন সকালে লিডের আশায় ব্যাটিংয়ে নেমেছেন লিটন ও মুশফিক।

কাল নাসিম শাহকে বড্ড ভুগিয়েছেন লিটন দাস। পাকিস্তানি পেসারের এক ওভারে ১৮ রান নিয়ে ফিফটি পূরণ করেছিলেন লিটন। সেই নাসিমই আজ লিটনকে ফেরালেন। এই আউটে ভাঙল মুশফিক–লিটনের ১১৪ রানের জুটি। আজ চতুর্থ দিনের প্রথম ৮ ওভার করেছেন শাহিন আফ্রিদি ও মোহাম্মদ আলী। এ দুজনকে দারুণভাবে সামলেছেন মুশফিক–লিটন। তবে দিনের নবম ওভারে প্রথমবার বল হাতে তুলে নিয়েই পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দিলেন নাসিম। অফ স্টাম্পের বাইরে করা তাঁর শট লেংথের পঞ্চম বলটা কিছুটা লাফিয়ে উঠেছিল। সেই বলে লিটন কাট করতে গেলে ব্যাটের কিনারা লেগে বল জমা পড়ে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে।

যেভাবে পিচ আঁকড়ে ধরে ছিলেন, তাতেই মনে হচ্ছিল সেঞ্চুরি না করে ছাড়বেন না মুশফিকুর রহিম। সেঞ্চুরিটা তিনি পেয়ে গেলেন মধ্যাহ্ন বিরতির আগেই। আগা সালমানের বলটিকে ফাইন লেগে খেলে ২ রান নিতেই মুষ্টিবদ্ধ হাতে ব্যাট উঁচিয়ে ধরলেন মুশফিক, করলেন গর্জনও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১৭ ওভারে ৬ উইকেটে ৩৮৯ রান। মুশফিক ১০১ রান ও মিরাজ ১৬ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেল বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে (১৩৭তম ওভার) লিড নিল বাংলাদেশ। ১৪২.২ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৬৮ রান। পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। অর্থাৎ, নিজেদের প্রথম ইনিংসে ২০ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

আজ চতুর্থ দিনে মুশফিক–মিরাজের অবিচ্ছিন্ন ১৩৬ রানের জুটিতে লিড নিতে পারল বাংলাদেশ। ১৫০ রানে ব্যাট করছেন মুশফিক। অন্য প্রান্তে ৪৬ রানে অপরাজিত মিরাজ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে