ঢাকা, সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

নেপালের কাছে হেরে গ্রুপের রানার্সআপ হয়ে সেমি ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ যে দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ২৪ ০০:৫০:৩৪
নেপালের কাছে হেরে গ্রুপের রানার্সআপ হয়ে সেমি ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ যে দল

সম্প্রতি এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে বাংলাদেশ সেমি ফাইনালে বা কোয়ার্টার ফাইনালে উঠলেই প্রতিপক্ষ ভারত। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আর ভারত বাংলাদেশ ম্যাচ মানেই যেন নতুন উত্তেজনা। রেফারির বিতর্কিত যত সিদ্ধান্ত আর কত কি।

চলমান অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে অনুমিতভাবেই হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েছে ভারত। অন্যদিকে নেপালের বিপক্ষে হেরে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা প্রত্যাশী এই দুই দলের দেখা হচ্ছে সেমি-ফাইনালেই।

ললিতপুরের আনফা কমপ্লেক্সে প্রথম সেমি-ফাইনালে শনিবার স্বাগতিক নেপাল মুখোমুখি হবে ভুটানের। রোববার দ্বিতীয় সেমি-ফাইনালে লড়বে ভারত ও বাংলাদেশ।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতাটি এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ –এই তিন ক্যাটাগরিতে হয়েছে। ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে ভারতের কাছে হেরেই রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।

সেমি-ফাইনালের প্রতিপক্ষ যে ভারত হবে, তা বাংলাদেশ কোচ মারুফুল হকও ধরে নিয়েছিলেন। নেপালের বিপক্ষে হেরে গ্রুপ রানার্সআপ হওয়ার পর সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ভারতের নাম উল্লেখ না করলেও দলকে ঠিকই বার্তা দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ট্রফি নিয়ে দেশে ফিরতে হলে সামনের পথচলায় জিততে হবে প্রতিটি ম্যাচ।

শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরুর পর নেপালের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। অন্যদিকে ভুটান ও মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচই ভারত জিতেছিল একই (১-০) ব্যবধানে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে