ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

সৌদ শাকিলের বিশ্বরেকর্ড, বিশাল চাপে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ২২ ১৪:০০:২২
সৌদ শাকিলের বিশ্বরেকর্ড, বিশাল চাপে বাংলাদেশ

চলছে পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। প্রথম দিনে ৪ উইকেটে ১৫৮ রান তোলে পাকিস্তান। সেখান থেকে আজ দ্বিতীয় ব্যাটিং শুরু করেছে পাকিস্তান। প্রথম দিনে সাইম আইয়ুব ফিফটি করেন। ২টি করে উইকেট নেন শরিফুল ও হাসান মাহমুদ।

দ্বিতীয় দিনে দারুন ব্যাটিং করছে পাকিস্তান ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন রিজওয়ান। আগের দিনে ফিফটি করা সৌদ শাকিল আছেন সেঞ্চুরির পথে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৫৬। ৮৬ রানে সৌদ শাকিল ও ৮৯ রানে ব্যাটিং করছেন মোহাম্মদ রিজওয়ান।

এর প্রথম দিনে বোলিং করতে নেমে শুরুটা দারুন করে বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। নিজের দ্বিতীয় ওভারে এসে উইকেটের দেখা পান শরিফুল। তুলে নেন আবদুল্লাহ শফিকের উইকেট। ১৪ বলে ২ রান করেন তিনি। এবার উইকেট দেখা পান শরিফুল ইসলাম। নিজের ৪র্থ ওভারের ৫ম বলে লিটনের ক্যাচ বানিয়ে অধিনায়ক শান মাসুদকে ফেরান শরিফুল।

শরিফুলের দ্বিতীয় শিকার বাবর আজম। আবারও লিটন দাস ক্যাচ ধরেন। ডাক মারেন বাবর আজম। সাইম আইয়ুবকে ফেরান হাসান মাহমুদ। ৫৬ রান করেন তিনি।

এর সুযোগ নিয়ে প্রথম দিন থেকেই বাংলাদেশের গলার কাঁটা হয়ে থাকা শাকিল এদিন আরেকটি নতুন রেকর্ড গড়েছেন। গতকালই টেস্টে পাকিস্তানের হয়ে যৌথভাবে দ্রুততম ১০০০ রানের রেকর্ড গড়েন শাকিল। ছুঁয়ে ফেলেন ১৯৫৯ সালে করা সাঈদ আহমেদের রেকর্ড। আজ সাঈদকে ছাড়িয়ে ২০ ইনিংস পর টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন শাকিল। ২০ ইনিংস শেষে শাকিলের রান এখন ১০৫২।

বাংলাদেশ একাদশ-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে