ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

তামিম আরও ২-৩ বছর খেলুক: বিসিবি বস ফারুক আহমেদে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ২১ ১৮:১৬:২৪
তামিম আরও ২-৩ বছর খেলুক: বিসিবি বস ফারুক আহমেদে

দীর্ঘ দিন যাবৎ আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম। ঠিক কি কারণে বাইরে এইটা সবার জানা। নতুন করে বলার কিছু নাই। তবে ক্রিকেটের ক্রান্তীকালে আবারও দৃশ্যপটে তামিম। গতকাল যখন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা যখন বিসিবিতে পা রেখেছেন, তখন সঙ্গে ছিলেন তামিম।

এরপর থেকে চারে দিকে শুরু হয় গুঞ্জন। ক্রিকেট পাড়ায় কানা ঘোষা শুরু হয় তবে কি ক্রিকেটে ফিরছেন নাকি বোর্ডের দায়িত্বে আসছেন সাবেক এই অধিনায়ক? দুইয়ে দুইয়ে চার মিলিয়ে গুঞ্জন বড় হতে সময় নেয়নি।

আজ নাজুমল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবির দায়িত্ব উঠে সাবেক অধিনায়ক ফারুক আহমেদের কাঁধে। দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদসম্মেলনেই কথা বললেন তামিমকে নিয়ে। ফারুক বলেন, ‘এক্ষেত্রে কিন্তু খেলোয়াড়ের চিন্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তামিম কী চিন্তা করছে, প্রথম তার সঙ্গে কথা বলা দরকার। এদিক-সেদিক না ঘুরিয়ে। তামিম খুব সেন্সেবল ছেলে। আমার মনে হয় ওয়ান অব দ্য বেস্ট উই হ্যাভ এভার প্রডিউসড ইন বাংলাদেশ।’

তামিম আরও দুই তিন বছর খেলবে এমন প্রত্যাশা নতুন সভাপতির। তিনি বলেন, ‘আপনি যদি আমাকে বলেন আমি দেখতে চাই তামিম আরও দুই তিন বছর খেলবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যায় আসে না। ওর ফিটনেস হবে, টিমে আসতে হলে কী করতে হবে; যে বিভাগুলো আছে। সভাপতি হিসেবে অফ দ্য রেকর্ড যদি জিজ্ঞেস করেন, আমি কিন্তু দেখতে চাই আরও দুই বছর ক্রিকেট খেলুক। আমি চাই আর কী।’

আরও বলেন, ‘কোন ফরম্যাটে খেলবে, আমার মনে হয় ৫০ ওভার বেস্ট। লঙ্গার ভার্শন সবচেয়ে ভালো হতো অভিজ্ঞতাসহ, কিন্তু এটার যে কষ্ট হয়তো ওর শরীর নিতে পারবে না। আমি জানি না। এটা তামিমই বলতে পারবে। খুব ভালো হয় যদি ও খেলতে পারে। আর যদি খেলতে না পারে, বোর্ডে আসে তাহলে আমি খুব খুশি হবো। কারণ আপনি দেখেন, তামিম আমার অন্তত বিশ বছরের ছোট হবে; যদি বেশি না হয়। কাছাকাছি হয়তো। সে সাবেক অধিনায়ক, তার মানে তার লিডারশিপ কোয়ালিটি আছে।’

‘এসব ছেলে যত আসবে, তাদের যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি; তাহলে কিন্তু অনেক আইডিয়া আসবে; অনেক ভালো কিছু করতে পারবে। দেখি ওর সঙ্গে কথা বলে ব্যক্তিগতভাবে, ওর পরিকল্পনা কী, এভাবে আমরা এগিয়ে যেতে পারি।’-আরও যোগ করেন ফারুক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে