ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

অন্তর্বর্তী সরকারকে নিয়ে হুট করে অবিশ্বাস্য মন্তব্য করলেন সারজিস আলম, সারা দেশে আলোচনা ঝড়

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ২০ ২৩:০৪:২৩
অন্তর্বর্তী সরকারকে নিয়ে হুট করে অবিশ্বাস্য মন্তব্য করলেন সারজিস আলম, সারা দেশে আলোচনা ঝড়

অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা বজায় রাখতে ছাত্ররা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ‘ভুলত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও চাপে রাখা হবে। তাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখানো হবে, যেন তারা জনগণের প্রতি তাদের দায়িত্ব পালন করেন।’

আজ মঙ্গলবার রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনে আহত ১৪০ জনের সর্বশেষ পরিস্থিতি দেখার পর এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। জনগণর অনেক প্রত্যাশা নিয়ে তাদের দায়িত্ব দিয়েছে। তারা যেন তাদের দায়িত্ব পালন করে সেটি নিশ্চিতে আমরা তাদের চাপে রাখব।’

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহতদের সরকারি সাহায্য-সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্দোলনে আহতরা এখনো পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না।

সরকারি লাল ফিতার দৌরাত্ম্যের কারণে সরকারি সহায়তায় বিলম্ব হচ্ছে। আমরা দাবি জানাই, অন্তর্বর্তী সরকার একটি তালিকা করে সবার সুচিকিৎসা নিশ্চিত করবে। কেউ বাদ গেলে, সে এসে যোগাযোগ করবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে সমন্বয়ক সারজিস বলেন, ‘সহায়তার ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আহতদের সঙ্গে সাহায্যকারীদের যোগাযোগ করিয়ে দেবে। তারা কোনো টাকায় হাত দেবে না।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে