ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

ছাত্র আন্দোলনে উত্তাল দিনগুলো নিয়ে অবিশ্বাস্য ভাবে যা বললেন শান্ত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ২০ ১৭:২৮:৪৯
ছাত্র আন্দোলনে উত্তাল দিনগুলো নিয়ে অবিশ্বাস্য ভাবে যা বললেন শান্ত

টানা প্রায় ২১ দিন মত চলে কোটা সংস্কার আন্দোলন। পরবর্তিতে এই আন্দোলন রুপ নয় সরকার পতনের এক ধফা দাবিতে। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয় শেখ হাসিনার সরকার।

আর এই আন্দোলনের শুরু থেকেই কয়েকজন ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ছিলেন। ছাত্রদের আন্দোলনে নিজেদের সমর্থন জানিয়েছিলেন তারা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন রাওয়ালপিন্ডিতে। প্রথম টেস্টের আগে সেই উত্তাল দিনগুলো নিয়ে আজ (মঙ্গলবার) কথা বলেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘গত বেশ কয়েক দিন আমাদের খুবই কঠিন সময় গিয়েছে। খুবই দুঃখজনক। সবাই খুবই স্ট্রাগল করেছে। যেটা আমরা কেউই আশা করি না। যেটা হয়ে গেছে, ওটা নিয়ে এখন আর পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে সার্বিকভাবে যেই পরিস্থিতি ছিল।’

‘প্রতিটা পরিবারের জন্য, প্রতিটা মানুষের জন্য অনেক কঠিন ছিল। আশা করছি, সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারব। ক্রিকেটার হিসেবে আমরা চাই যে, আমাদের খেলাগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি। ’-যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে