ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো পাকিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ১৯ ২০:৫৫:৪৫
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো পাকিস্তান

আর মাত্র দুই দিন পর আগামী ২১ আগস্ট পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আর বাংলাদেশের এই ম্যাচকে সামনে রেখে দুই দিন আগেই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান।

বাংলাদেশকে কুপোকাত একাদশে চার জন পেসার রেখেছে পাকিস্তান। শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শেহজাদ ও মোহাম্মদ আলীরা ২২ গজে গতির ঝড় তুলতে তৈরি। সিরিজ শুরুর আগেই অবশ্য তরুণ সেনসেশন আমের জামালকে বাদ দিয়েছে পাকিস্তান। চোটমুক্ত না হওয়ায় এই সিরিজে খেলা হবে না তার।

ম্যাচে পাকিস্তানের হয়ে ইনিংস শুরু করবেন আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুব। তিনে নামবেন অধিনায়ক শান মাসুদ। চার নম্বরে দেখা যেতে পারে সাবেক অধিনায়ক বাবর আজমকে। মিডল অর্ডারে সৌদ শাকিলের সঙ্গী মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘা।

রাওয়ালপিন্ডি টেস্টের জন্য পাকিস্তান একাদশ

আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, সালমান আলি আগা, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ ও মোহাম্মদ আলি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে