ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

মায়োর্কাকে হারাতে পারলো না রেয়াল মাদ্রিদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ১৯ ১১:০২:২৭
মায়োর্কাকে হারাতে পারলো না রেয়াল মাদ্রিদ

শুরুতেই এগিয়ে যায় শক্তিশালী রেয়াল মাদ্রিদ। রদ্রিগোর চমৎকার গোলে লিড পায় রেয়াল মাদ্রিদ। তবে এরপরেই নিজেদের হারিয়ে খুজে দলটি। নিজেদের পরিচিত আঙিনায় উজ্জীবিত ফুটবল খেলল মায়োর্কা। লিগ চ্যাম্পিয়নদের রুখে দিয়ে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

লা লিগা শিরোপা ধরে রাখার মিশনটা মোটেও ভালো হলো না কার্লো আনচেলত্তির শীষ্যদের। প্রতিপক্ষের মাঠে রোববার ১-১ গোলে ড্র করে তারা। রদ্রিগো সফরকারীদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন ভেদাত মুরিচি।

গত সপ্তাহে আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে মৌসুম শুরু করে রেয়াল। দলটির জার্সিতে অভিষেকের উপলক্ষ গোল করে রাঙান কিলিয়ান এমবাপে। লা লিগা অভিষেকে অবশ্য তেমন কিছু করে দেখাতে পারলেন না বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা। ম্যাচজুড়ে নিজের ছায়া হয়ে ছিলেন জুড বেলিংহ্যাম।

পয়েন্ট হারানোর পাশাপাশি আরেকটি ধাক্কাও খেয়েছে রেয়াল। শেষ বাঁশি বাজার আগে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেছেন ফেরলঁদ মঁদি। পরের লিগ ম্যাচে আগামী রোববার রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে এই ফরাসি ডিফেন্ডারকে পাবে না শিরোপাধারীরা।

পঞ্চম মিনিটে গোলের জন্য প্রথম শটটি নেয় মায়োর্কা। বক্সের ভেতর থেকে দানি রদ্রিগেসের প্রচেষ্টা লক্ষ্যে থাকেনি। পরের মিনিটে সামু কস্তার শট লাফিয়ে এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান থিবো কোর্তোয়া।

একটু পর নিজেদের অর্ধ থেকে বল ধরে এগিয়ে মায়োর্কার বক্সে ঢুকে পড়েন এমবাপে, তবে প্রতিপক্ষের চ্যালেঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। রেয়ালের খেলোয়াড়রা পেনাল্টির আবেদন করলেও রেফারির সাড়া মেলেনি।

দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় রেয়াল। বক্সে ভিনিসিউস জুনিয়রের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে একটু জায়গা বানিয়ে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে ডান পায়ে শট নেন রদ্রিগো, দূরের পোস্ট দিয়ে জালে জড়ায় বল।

অষ্টাদশ মিনিটে রদ্রিগোর আরেকটি শট ঠেকান গোলরক্ষক। তিন মিনিট পর বক্সের বাইরে থেকে আন্টোনিও রুডিগারের জোরাল নিচু শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ২৫তম মিনিটে বাঁ দিক থেকে ভিনিসিউসের পাসে দুরূহ কোণ থেকে পাশের জলে বল মারেন এমবাপে।

প্রথমার্ধের শেষ দিকে রেয়ালের ওপর চাপ বাড়ায় মায়োর্কা। বেশ কয়েকটি সুযোগও পায় তারা, তবে কাজে লাগাতে পারেনি। তাকুমা আসানো ও মুরিচির প্রচেষ্টা রুখে দেন কোর্তোয়া।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সমতায় ফেরে মায়োর্কা। রদ্রিগেসের কর্নারে জোরাল হেডে ঠিকানা খুঁজে নেন কসোভোর ফরোয়ার্ড মুরিচি। ৬১তম মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে উড়িয়ে মারেন ভিনিসিউস। পরের মিনিটে সতীর্থের থ্রু বল ধরে বক্সে ঢুকে একজনের বাধা এড়িয়ে নিচু শট নেন এমবাপে, ঝাঁপিয়ে ঠেকান মায়োর্কা গোলরক্ষক।

৭০তম মিনিটে আরেকটি দারুণ সুযোগ পান এমবাপে। সাবেক পিএসজি ফরোয়ার্ডের কোনাকুনি শট পা দিয়ে ঠেকান গোলরক্ষক। শেষ দিকে দুটি ভালো সুযোগ পান মায়োর্কার আন্তোনিও সানচেস। তার একটি শট প্রতিহত হয় রক্ষণে, আরেকটি শট উড়িয়ে মারেন তিনি। যোগ করা সময়ে মুরিচিকে ফাউল করে লাল কার্ড দেখেন মঁদি। এরপরই বাজে শেষ বাঁশি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে