ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

শামীমের ঝড়ো ব্যাটিং, শেষ হলো বাংলাদেশের সেমি ফাইনাল ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ১৮ ১১:০৭:৫৭
শামীমের ঝড়ো ব্যাটিং, শেষ হলো বাংলাদেশের সেমি ফাইনাল ম্যাচ, দেখেনিন ফলাফল

আজ টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ টুর্নামেন্টের সেমিফাইনালে নর্দান টেরিটোরির বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেনর্দান টেরিটোরি। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নির্ধারীত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৮ রান স্কোর বোর্ডে জমা করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১১৭ রানে থামতে হয় নর্দান টেরিটোরিকে। ফলে ২১ রানরে জয় পায় বাংলাদেশ। আর এই জয়ে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) একাদশ।

ইনিংস সর্বোচ্চ ৩৪ বলে ৪১* রানের ইনিংস খেলেন শামীম হোসেন পাটোয়ারী। এছাড়া ১৬ বলে ২২ রান করেন আফিফ হোসেন ধ্রুব। ১১ বলে ১৬ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। মাহফুজুর রহমান রাব্বি ২০ বলে করেন ২১ রান। এনটি স্ট্রাইকের হয়ে ২ উইকেট শিকার করেন ম্যাট হ্যামন্ড।

জবাব দিতে নেমে দুই ওপেনারের ব্যাটে চড়ে ভালো শুরু পায় এনটি স্ট্রাইক। জ্যাক ওয়েদারাল্ড এবং ডে’সি শর্ট ছিলেন সাবলীল। দুজনের জুটি থেকে আসে ৪১ রান। ১৭ বলে ১৫ রান করে বিদায় নেন শর্ট। অন্যদিকে ওয়েদারাল্ড ২৯ বলে ৩৪ রানের ইনিংস খেলে দলের ৫৯ রানের মাথায় বিদায় নেন।

দুই ওপেনারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে এনটি স্ট্রাইক। এইচপি বোলারদের বোলিং তোপে দিশেহারা হয়ে যাচ্ছিল দলের ব্যাটাররা। দ্রুত উইকেট হারানোর ফলে রানের গতিও কমে যায় অনেকখানি। শেষমেশ ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান তুলে থামে এনটি স্ট্রাইক। ২১ রানের জয় তুলে নেয় বাংলাদেশ এইচপি।

এইচপির হয়ে ৩ উইকেট শিকার করেন রিপন মন্ডল। ২ উইকেট নেন রকিবুল হাসান। ১টি করে উইকেট তোলেন আলিস আল ইসলাম এবং আবু হায়দার রনি।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ এইচপি : ২০ ওভারে ১৩৮/৬ (শামীম ৪১*, আফিফ ২২, রাব্বি ২১, হ্যামন্ড ২/৩২)

এনটি স্ট্রাইক : ২০ ওভারে ১১৭/৯ (ওয়েদারাল্ড ৩৪, রিপন ৩/৩৬)ফলাফল : বাংলাদেশ এইচপি ২১ রানে জয়ী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে