ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

MD. Razib Ali

Senior Reporter

ব্রেকিং নিউজ: তামিমকে ফেরাতে অলআউট অ্যাকশনে বিসিবি, যেকোনো সময় বরখাস্ত হাথুরু

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ১৪ ১৭:১৬:৪৬
ব্রেকিং নিউজ: তামিমকে ফেরাতে অলআউট অ্যাকশনে বিসিবি, যেকোনো সময় বরখাস্ত হাথুরু

তামিমের বিদায় ও হাথুরু যে এক সুতোয় গাঁথা এটা সবার জানা। তামিমকে কিভাবে চাপে ফেলে কাঁদিয়ে হাথুরু পরিকল্পনা করে বাদ দিয়েছে এইটা এখন ওপেন সিক্রেট। ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন রীতিমত কেঁদে ক্রিকেটকে বিদায় জানান তামিম। একবার ভাবুন কতটা কষ্ট পেল এক জন পেশাদার ক্রিকেটার বা খেলোয়াড় কাঁদতে পারে।

তারপর ওয়ানডে বিশ্বকাপে তামিমের ফেরার কথা থাকলেও তিনি তখন আর ফিরেননি এই হাথুরুর চামচামির কারণে। তিনি বিসিবিকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যেখানে সবাইকে কন্ট্রল করছিলেন। কিন্তু তার সব দালালি এখন শেষ। কেননা দেশে চলছে পালা বদলের হাওয়া। যে হাওয়া লেগেছে বিসিবিতেও। যে কোনো সময় বরখাস্ত হতে পারেন তিনি এমনটাই শোনা যাচ্ছে চারেদিকে।

তাইতো তামিমের ফেরাতে আর কোনো বাধা থাকছে না। কেননা তামিম এই হাথুরুর কারণেই অবসর নিয়েছিলেন এবং বাংলাদেশ ক্রিকেট ছেড়েছিলেন। তামিমকে ফেরাতে অলআউট অ্যাকশনে বিসিবি।

এর আগে তামিমকে ফেরানোর দায়িত্ব বিসিবি বস পাপনের ছিল। তিনি কথা বলতে চেয়েছিলেন তামিমের সাথে। কিন্তু তিনি তো এখন নাই। তাই তার জায়গাতে বিসিবির যত পরিচালক ও কর্মকর্তারা আছেন তারা সবাই তামিমকে ফেরানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। বিসিবির প্রধান নির্বাচক নিজেই কথা বলতে চেয়েছেন তামিমের সাথে।

আর যত দুর জানা গেছে তামিম বিসিবির কাছে ফিটনেস ট্রেনার থেকে শুরু করে অনুশীলনের সকল সুযোগ সুবিধা চেয়েছেন। আর বিসিবি তখনি একজন ক্রিকেটারকে এই সুযোগ সুবিধা গুলো দিয়ে থাকেন যখন তিনি জাতীয় দলের রাডারে থাকেন। তাই তামিমের ফেরাটা এখন শুধু সময়ের ব্যাপার।

তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে। তবে তার আগে নিজের ফিটনেস ফিরে পেতে বা রিদম ফিরে পেতে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে তামিমের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে