ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

ব্রাজিল সাপোর্টার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের আর্জেন্টিনাকে নিয়ে পোস্ট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ১৩ ১৭:০৯:০৬
ব্রাজিল সাপোর্টার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের আর্জেন্টিনাকে নিয়ে পোস্ট

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ও নাহিদ ইসলাম। আসিফ মাহমুদ সজীব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।

দায়িত্ব পাওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফফ মাহামুদের করা পূর্বের করা কয়েকটি পোস্ট বাপক ভাবে ছড়িয়ে পড়ে যাতে তিনি সাকিব ও তামিমকে নিয়ে নানা কথা বলেন। তবে একার আর্জেন্টিনাকে নিয়ে করা একটি পোস্ট ব্যাপক ভাইরাল হয়েছে।

তিনি একটা পোস্টে স্লোগান আকারে আর্জেন্টিনাকে নিয়ে কথা বলেছেন। তার সেই পোস্টে লেখাছিল, দলে দলে খবর দে, আর্জেন্টিনা কবর দে! আসলে ক্রীড়া উপদেষ্টা ব্রাজিল ভক্ত। তারি বহির প্রকাশ হয়তো করেছিলেন তিনি। যেটা হর হামেশাই করতে দেখা যায় ব্রাজিল ও আর্জেন্টিনার ভক্ত সমর্থকদের। তারা সব সময় একে অপরের সাথে লেগে থাকে।

তিনি সাকিবকে নিয়ে বলেন, সাকিবের মধ্যে লিডারশীপ জিনিসটা নাই বলায় ক্ষেপার কিছু নাই।

"ও খেললে আমি খেলবোই না, ও খেললে ক্যাপ্টেন্সি ছাইড়া দিব” এই এপ্রোচ নিয়া টিম লিড দেওয়া যায়? টিম স্পিরিট থাকে? ছোট বেলায় পাড়ার ক্রিকেটেও কেউ এমন করলে তারে বাদ দিয়া রাখতাম আমরা।

তার আরও একটি পোস্ট ভাইরাল হয়। এই পোস্টটি তিনি ডিলিট করে দিয়েছেন।

"ইনজুরি নিয়ে খেলা মানে দল, দেশকে চিট করা। - সাকিব আল হাসান। আনফিট, হাফ ফিট, ইনজুর্ড প্লেয়ার নিয়ে বিশ্বকাপে যাওয়ার কোন মানে হয়?।"

সাকিবকে নিয়ে করা এই পোস্টটি ডিলিট করে দিয়েছেন বর্তমান ক্রীড়া মন্ত্রী আসিফ মাহমুদ। এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভাবছেন সাকিব দেশে আসার পর তাকে বাদ দেয়া হতে পারে।

তামিমকে নিয়ে বর্তমান ক্রীড়া মন্ত্রী আসিফ মাহমুদের একটি ফেসবুক পোস্ট ভাইরাল। এই পোস্টটি তিনি করেন ২০২৩ সালের ২৭ সেপটেম্বর।

তিনি সেই ফেসবুক পোস্টে লিখেন, 'তামিম ইকবাল চাচার জোরে তামিম ইকবাল হইসে। চাচার জোর থাকলে এমন শতশত তামিম ইকবাল তৈরী হইতো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে