ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ওবায়দুল কাদেরকে নিয়ে করা জাহারা মিতুর পোস্ট ভাইরাল, সারা দেশে উঠলো ঝড়

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ১১ ২৩:৫৬:৫৯
ওবায়দুল কাদেরকে নিয়ে করা জাহারা মিতুর পোস্ট ভাইরাল, সারা দেশে উঠলো ঝড়

তাহলে ওবায়দুল কাদের কি এখনো নায়িকা জাহারা মিতুর অভিভাবক। অভিভাবক কেন বলা হচ্ছে সেটা একটু বলি। নায়িকা জাহারা মিতু শাকিব খানের বিপরীতে আগুন সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেন। যদিও মুভিটি এখনো মুক্তি পায়নি। বিষয় হলো এই নায়িকা শুধু অভিনয় নয় লেখালেখিও করেন। এবং গত বছর বইমেলায় তার একটি বই প্রকাশিত হয় প্রেমিকার নাম কবিতা।

মোড়ক উন্মোচন করেন ওবায়দুল কাদের। যে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওবায়দুল কাদের প্রসঙ্গে জাহারা মিতু বলেন, “আমার প্রথম চলচ্চিত্রের মহরত তিনি পাশে ছিলেন আমার প্রথম কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন ও তাঁর হাত ধরেই। আমার সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব আদর্শবান শ্রদ্ধাভাজন তিনি। আমার একজন অভিভাবক। তার হাত ধরেই শত সড়কের পর শত কবিতার উদ্বোধন হয়েছে। আমি চির কৃতজ্ঞ মন্ত্রী মহোদয়ের কাছে।”

আওয়ামী লীগ সরকারের পতনের পর ওবায়দুল কাদের এ প্রসঙ্গে জাহারা মিতুর সে মন্তব্য নতুন করে ভাইরাল হয়েছে। এরপরে নায়িকা জাহারা মিতুকে নিয়ে অনেক ট্রল হাসাহাসি হয়েছে। এখন কি তিনি ওবায়দুল কাদেরকে তার অভিভাবক হিসেবে মানে কি? এ প্রসঙ্গে এন্ড ট্রলে বিষয় নিয়ে গণমাধ্যমে তিনি কথা বলেন।

“যেমন কালের কণ্ঠতে প্রকাশ করা হয় আগুন সিনেমার অভিষেকের দিন প্রথম ওবায়দুল কাদের ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়। সেখানে কেউ একজন তাকে বলেছে ভাই জাহারা মিতু শুধু নায়িকা না লেখালেখিও করে। আপনাকে বলেছিলাম আমি তার লেখা তিনটি বই পড়েছি। কাদের ভাই বলেছিলেন লেখালেখি বন্ধ করো না শীগ্রই বই বের করো। আমাকে জানিও। এরপরে যখন আমার বই বের হয় তখন তার সঙ্গে যোগাযোগ করি অনুরোধ করি আমার বইয়ের মোড়ক উন্মোচন করতে।”

জাহারা মিতু বলেন আমি এখনও বলছি বই প্রকাশ করার এই ব্যাপারটা অবশ্যই তিনি আমার অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। আমাকে অনুপ্রাণিত করেছে এটা অস্বীকার করার দুঃসাহস নেই। আর যারা এখন সরকার পতনের পর ভিন্নমত পোষণ করছে তাদের উদ্দেশ্যে বলেন, “যারা এখন বিভিন্ন কথা বলছেন তারা একসময় ক্ষমতায় থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতে চেয়েছেন। আবার নতুন সরকার হলে তখনও চাইবেন। এটা মানুষের স্বভাব তাই এক্ষেত্রে ট্রলকারীদের আমি কিছু বলার প্রয়োজন বোধ করি না। তাই পরিস্থিতি বোঝার মত বোধ আছে তাই চুপচাপ থাকছি অতীতে সব চুপ ছিলাম ভবিষ্যতেও থাকব।” যাই হোক তিনি বোঝাতে চেয়েছেন কৃতজ্ঞ সেটা প্রকাশ করতে তিনি আসলে পোল্টি নেন না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে