ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

নতুন করে ঘোষণা করা হলো পাকিস্তান সিরিজের সময় সূচি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ০৮ ১১:০৯:১৮
নতুন করে ঘোষণা করা হলো পাকিস্তান সিরিজের সময় সূচি

পূর্বের সূচি অনুসারে গত ৬ আগস্ট দুইটি চার দিনের টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলার জন্য পাকিস্তানের ইসলামাবাদে পা রাখার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে দেশের পরিস্থিতির জন্য নির্ধারিত সময়ে উড়াল দিতে পারেননি ক্রিকেটাররা। তাই সূচিতে আনা হয়েছে পরিবর্তন। বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে ‘এ’ দলের সূচিতে পরিবর্তন আনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন সূচি অনুযায়ী ১০ আগস্ট পাকিস্তানের ইসলামাবাদে পা রাখবে বাংলাদেশ ‘এ’ দল।আগের সূচি অনুযায়ী ১০ আগস্ট প্রথম চার দিনের ম্যাচ হওয়ার কথা থাকলেও ম্যাচটি হবে ১৩ আগস্ট। অন্যদিকে ২০ আগস্ট মাঠে গড়াবে দ্বিতীয় চার দিনের ম্যাচ, যা আগে ছিল ১৭ আগস্ট। অন্যদিকে ২৩, ২৫ এবং ২৭ আগস্টের ওয়ানডে ম্যাচের তারিখ পরিবর্তন হয়ে ম্যাচ গুলো হবে ২৬, ২৮ এবং ৩০ আগস্ট ।

চলতি মাসে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় দল। সবকিছু ঠিক থাকলে ১ম টেস্ট মাঠে গড়াবে আগামী ২১ আগস্ট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে