ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

অবশেষে সিদ্ধান্ত পাল্টে আওয়ামী লীগ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন জয়

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ০৭ ২১:৪৯:১৬
অবশেষে সিদ্ধান্ত পাল্টে আওয়ামী লীগ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন জয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর, লুটপাট হচ্ছে। শহরের বাইরের আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চলছে। অনেককে হত্যা করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) রাতে এক ভিডিও বার্তায় এক কথা বলেন তিনি। জয় বলেন, ‘আওয়ামী লীগ হলো বাংলাদেশের সবচেয়ে পুরনো, গণতান্ত্রিক ও বড় দল। আওয়ামী লীগ মরে যায়নি। আওয়ামী লীগ এ দেশকে স্বাধীন করেছে।

আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র ও নির্বাচন সম্ভব নয়।’ তিনি বলেন, ‘আমি বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে এ পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না।

আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশকে নতুন গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব নয় উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোথাও যাবে না। আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা নন। আমরা আপনাদের সঙ্গে আছি। দেশ ও দলকে রক্ষা করার জন্য যা প্রয়োজন, তা আমরা করতে প্রস্তুত।’তিনি আরো বলেন, ‘বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের বলব, আমরাও একটি গণতান্ত্রিক সুশৃঙ্খল বাংলাদেশ চাই। তার জন্য আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। শুধু তারা যদি জঙ্গিবাদ ও সন্ত্রাস বাদ দেয়। শেখ হাসিনা মরে যাননি। আমরা কোথাও যাইনি। এই বলে আমি আমার কথা শেষ করছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে