ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

শেখ হাসিনাকে নিয়ে করা ভারতীয় জ্যোতিষীর কঠিন ভবিষ্যদ্বাণী সত্যি হলো

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ০৭ ১১:৪৮:২২
শেখ হাসিনাকে নিয়ে করা ভারতীয় জ্যোতিষীর কঠিন ভবিষ্যদ্বাণী সত্যি হলো

শেখ হাসিনাকে নিয়ে গত বছর ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতের এক জ্যোতিষী। তিনি বলেছিলেন, চলতি বছরের মে, জুন, জুলাই ও আগস্টে শেখ হাসিনাকে সতর্ক থাকতে হবে। এ সময় তাঁকে হত্যার চেষ্টা চালানো হতে পারে।

ওই জ্যোতিষীর নাম প্রশান্ত কিনি। গতকাল সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার সরে দাঁড়ানো ও দেশত্যাগের পর এক্সে (সাবেক টুইটার) করা প্রশান্তের ওই ভবিষ্যদ্বাণী আবার সামনে এসেছে। তিনি নিজেও পুরোনো ওই পোস্টটি নতুন করে শেয়ার করেছেন।

২০২৩ সালের ডিসেম্বরে করা ওই এক্স পোস্টে প্রশান্ত লিখেছিলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে আমার ভবিষ্যদ্বাণী হলো, ২০২৪ সালের মে, জুন, জুলাই ও আগস্টে তাঁকে সতর্ক থাকতে হবে। তাঁকে হত্যার চেষ্টা চালানো হতে পারে।’ পোস্টটি নতুন করে শেয়ার দিয়ে প্রশান্ত লিখেছেন, ‘শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে সমস্যায় পড়বেন, তা আমি আগেই বলেছিলাম।’

প্রশান্ত ওই পোস্টটি নতুন করে শেয়ারের পর তাতে লাইক এসেছে সাড়ে ১৪ হাজারের বেশি। মন্তব্যও করেছেন বহু মানুষ। মন্তব্যে অনেকেই প্রশান্তের কাছে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছেন। অনেকে আবার তাঁর প্রশংসা করে বলেছেন, ‘আপনার অসাধারণ দক্ষতা।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে