ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ফেসবুক-টিকটক-ইউটিউব নিয়ে নতুন সিদ্ধান্ত নিল পলক

২০২৪ জুলাই ৩১ ১৩:৫৬:৪০
ফেসবুক-টিকটক-ইউটিউব নিয়ে নতুন সিদ্ধান্ত নিল পলক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টিকটক ও ইউটিউবের কার্যক্রম বুধবার বিকেলের মধ্যেই চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন। এর আগে মেটার প্রতিনিধি দলের সঙ্গে অনলাইনে বৈঠক করেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছুটা সময়ের জন্য সাময়িক বিধিনিষেধ আরোপ করেছিলাম, সার্বিক বিবেচনা করে ফেসবুক, টিকটক, ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আজকে থেকে আর কোনো বাধা রাখছি না। আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি, আশা করছি আজ বিকেলের মধ্যে সবগুলো প্ল্যাটফর্ম চালু হয়ে যাবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে