ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুলাই ২৯ ১৩:৪৬:৪৪
পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

যদি শোনা যায় বাংলাদেশের কোনো ক্রিকেটার ব্যাট হাতে রান করেছে এবং সাথে সাথে ৪-৫ উইকেট তুলে নিয়েছে। সেক্ষেত্রে সবার প্রথমে খেয়াল আসবে সাকিবের নাম। কেননা এইটা দেখতেই সবাই অভস্ত্য। কিন্তু এবার তা নয় বরং বাংলাদেশের ওপেনার ব্যাটার এই কাজটা করে দেখিয়েছেন।

ব্যাট হাতে রানের পাশপাশি বল হাতে তুলে নিয়েছেন ৫টি উইকেট। আর তাইতেই পাকিস্তান শাহীনসকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ এইচপি দল। বাংলাদেশের বিপক্ষে ২৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো করেন পাকিস্তানের ব্যাটাররা।

শেষপর্যন্ত এক জয়ের কাছেই হার মানতে হয়েছে দলটিকে। মাত্র ২১ রান খরচ করে জয় তুলে নেন শাহিবজাদা ফারহান, তায়াব তাহির, ওমাইর বিন ইউসুফ, মোহাম্মদ আলী ও খুররাম শাহজাদের উইকেট। বাকিদের মধ্যে রেজাউর রহমান রাজা তিনটি ও হাসান মুরাদ দুটি উইকেট শিকার করেন।

এর আগে ব্যাট হাতেও জয়ের পথটা বিছিয়ে দিয়েছিলেন জয়। বাংলাদেশ প্রথম ইনিংসে জড়ো করে ২৫৮ রান, যেখানে জয় করেন দলের পক্ষে সর্বচ্চ ৬৯ রান। এছাড়া ৫৫ রান আসে আইচ মোল্লার ব্যাট থেকে। জবাব দিতে নেমে শাহীনস গুটিয়ে যায় ১৭৯ রানে।

সেবার বলে হাতই ঘুরাননি জয়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ জড়ো করে ২১৬ রান। সেবারো জয় সর্বোচ্চ স্কোরার, ৬৫ রানের ধৈর্যশীল ইনিংস। আইচ মোল্লাও এবারো হাঁকান অর্ধশতক। লিডের সুবাদে ২৯৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেন সাদমান-দিপু-অঙ্কনরা, যা তাড়া করতে নেমে জয়ের কাছেই ৫ উইকেট হারিয়ে, ৫ রানের পরাজয় বরণ করে পাকিস্তানিরা।

অস্ট্রেলিয়ার ডারউইনে বাংলাদেশ এইচপি ইউনিট ও পাকিস্তান শাহীনসের মধ্যকার চারদিনের এই প্রস্তুতি ম্যাচের আয়োজক অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি ক্রিকেট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে