ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে আগুনঝরা বোলিং করে যা বললেন শরিফুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুলাই ২৮ ১৫:৩২:১৮
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে আগুনঝরা বোলিং করে যা বললেন শরিফুল

এবারের কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে সুযোগ পায় বাংলাদেশের চার ক্রিকেটার। তবে ভিসা জঠিলতার কারণে যেতে পারেননি সাইফউদ্দিন ও রিশাদ হোসেন। অন্য দিকে সাকিব ও শরিফুল ঠিকই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলছেন। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে তাদের দল।

এই দিন ভ্যাঙ্কুভার নাইটসকে ২৩ রানে হারিয়েছে বাংলা টাইগার্স মিসিসাউগা। বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব এবং শরিফুল দুজনই। আগে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স মিসিসাউগা নির্ধারীত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। এদিনও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। ৪ বলে ২ রান করেন তিনি। ইনিংস সর্বোচ্চ ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন ইফতিখার আহমেদ।

বোলিংয়ে এদিনও আগের ম্যাচের মত দুর্দান্ত ছিলেন শরিফুল ইসলাম। ডেভিড ভিসার সাথে বোলিংয়ে উদ্বোধন করেন শরিফুল। নিজের প্রথম দুই ওভারে মাত্র ২ রান দিয়ে শিকার করেন ১ উইকেট। বল হাতে এদিন নিজের কারিশমা দেখিয়েছেন সাকিবও। ইনিংসের ৮ম এবং নিজের দ্বিতীয় ওভারে টানা দুই বলে তুলে নেন ২ উইকেট, জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। হ্যাটট্রিকটা হয়নি যদিও শেষমেশ। ২ ওভারে মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট তোলেন সাকিব।

৩০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ভ্যাঙ্কুভার নাইটস। সেখান থেকে দলকে উদ্ধারের চেষ্টা চালান হার্শ ঠাকের। লড়াকু ব্যাটিংয়ে এগোতে থাকেন তিনি। শরিফুল আবার বোলিংয়ে ফেরেন ১৫তম ওভারে। সেই ওভারে ৯ রান দেন তিনি। তার আগের ওভারে বোলিংয়ে এসে সাকিব দেন ৪ রান। কেউই উইকেট তুলতে পারেননি।

১৮তম ওভারে নিজের শেষ ওভারে এসে ১ উইকেট তুলে ৩ রান দেন সাকিব। পরের ওভারে শরিফুল দেন ১ রান। ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন সাকিব। শরিফুল ৪ ওভারে ১২ রান দিয়ে তোলেন ১ উইকেট।ঠাকের অবশ্য লড়াই চালিয়ে গেছেন শেষ অবধি। ৬৭ বলে ৭৯ রানের অনবদ্য এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া ডুয়েইন প্রিটোরিয়াস ২৫ বলে ২৯ রান করেন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩০ রান তুলে থামে ভ্যাঙ্কুভার। ২৩ রানের জয় পায় বাংলা টাইগার্স মিসিসাউগা।

ম্যাচ শেষে শরিফুল বলছিলেন, 'আলহামদুলিল্লাহ ভালো লাগছে। দলের জন্য কন্ট্রিবিউশন করতে পারলে সবারই ভালো লাগে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাই। ক্রিকেটে কিন্তু একটা ম্যাচ ভালো একটা ম্যাচ খারাপ হবেই। শর্ট টাইমে টুর্নামেন্ট যেহেতু একটা ম্যাচ খারাপ হলে ভাবার সময় নাই, গতকালকে খেলছি আবার আজকেও খেলছি।'

প্রথম ম্যাচ হারলেও শরিফুল জানালেন সেটা নিয়ে ভাবার সময় ছিল না। চিন্তা ছিল দ্বিতীয় ম্যাচ নিয়ে, 'যেটা খারাপ হয়েছে সেটা নিয়ে ভাবিনি। যেটা আছে সেটা নিয়ে ভেবেছি তার জন্য মনে হয় বেশি ভালো করেছি। আমাদের ব্যাটিংয়ে ভালো একটা পার্টনারশিপ এনে দিয়েছিল ইফতেখার ভাই। আর এখানকার একজন লোকাল খেলোয়াড়ও রান পেয়েছে। বোলিংয়ে পাওয়ার প্লেতে আমরা শুরুতেই উইকেট নিয়েছি এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল।'

নিজের ইনজুরি নিয়ে জানালেন শরিফুল, 'ইনজুরি তো আর বলে কয়ে আসেনা যখন ইনজুরি হয় তখন সেটা ভালোভাবে মেনে নিতে হয়। একজন খেলোয়াড় হিসেবে ইনজুরি আসবেই এটা নিয়ে চিন্তার কিছু নেই। আমরা যেটা করতে পারি ভালো মেইনটেইন করতে পারি তাহলে ইনজুরি আসার সুযোগটা কম থাকবে।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে