কোয়ার্টার ফাইনালে উঠতে হলে আর্জেন্টিনার সামনে কঠিন সমীকরণ, দেখেনিন হিসাব নিকাশ

চলমান অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনার যাত্রা শুরু হয়েছে বিতর্কের মধ্য দিয়ে। মরক্কোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেও ম্যাচের এক ঘন্টা পর গোল বাতিল হয়ে ম্যাচ হারে আর্জেন্টিনা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে বিশাল জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে কোয়ার্টারে ফাইনালে উঠতে হলে আর্জেন্টিনাকে মেলাতে হবে বেশ কিছু সমীকরণ।
চলতি অলিম্পিকে ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সাথে আছে মরক্কো, ইরাক ও ইউক্রেন। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর কাছে ২-১ ব্যবধানে হারে আর্জেন্টিনা। আবার মরক্কো ২-১ ব্যবধানে হারে ইউক্রেনের কাছে। অন্য দিকে ইউক্রেন তাদের প্রথম ম্যাচে ২-১ গোলে হারে ইরাকের কাছে। সেই ইরাকি যুবারা আবার পরের ম্যাচে হেরেছে আর্জেন্টিনার কাছে। অর্থাৎ প্রতিটি দল ইতোমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে। মজার বিষয় হচ্ছে এর মধ্যে প্রত্যেকেই জিতেছে একটি করে ম্যাচ। সে কারণেই ‘বি’ গ্রুপের দলগুলোকে কোয়ার্টারে ওঠার ক্ষেত্রে সমীকরণের অঙ্ক মেলাতে হবে।
এখন পর্যন্ত সবার সমান ৩ পয়েন্ট করে থাকলেও, গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে হাভিয়ের মাশ্চেরানোর আর্জেন্টিনা। দুই ম্যাচে তারা ৪টি গোল করার বিপরীতে ৩টি হজম করেছে। অন্যদিকে, যথাক্রমে দুই-তিনে থাকা মরক্কো ও ইউক্রেন তিনটি করে গোল করলেও, হজম করেছে সমানসংখ্যক গোল। এ ছাড়া চারে থাকা ইরাক নিজেদের গোলের চেয়ে একটি বেশি হজম করেছে।
আর্জেন্টিনাসহ ‘বি’ গ্রুপে থাকা চারটি দলের সামনেই বাকি রয়েছে একটি করে ম্যাচ। আর্জেন্টিনা যদি পরের ম্যাচটিতে জিততে পারে, তাহলে তাদের আর কোনো সমীকরণের মারপ্যাঁচে পড়তে হবে না। তবে ইউক্রেনের বিপক্ষে তাদের সেই লড়াইটি কঠিন হতে পারে। উভয় দলের সামনেই যে কোয়ার্টারে ওঠার লক্ষ্য। আরেকদিকে, নিজেদের শেষ ম্যাচে খেলবে মরক্কো-ইরাক। এখন পর্যন্ত চার দলের সবার সামনেই রয়েছে কোয়ার্টারে ওঠার সুযোগ।
গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে জয়ী দল পরের রাউন্ডে উঠে যাবে। হেরে গেলেই ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। আবার যদি একটি কিংবা দুটি ম্যাচই ড্র হয় তখন দেখা হবে গোল ব্যবধানের হিসাব। সেজন্য নিজেরা যেমন গোল করতে হবে, তেমনি গোল হজম করতে হবে তুলনামূলক কম।
প্রসঙ্গত, নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনা-ইউক্রেন আগামী মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে। একই সময়ে আরেক ম্যাচে খেলবে মরক্কো-ইরাক। কোয়ার্টারে উঠলে আর্জেন্টিনাসহ ‘বি’ গ্রুপের দুই দল মোকাবিলা করবে ‘এ’ গ্রুপের শীর্ষ দুই দলের। এ গ্রুপে রয়েছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড ও গিনি। যেখানে এখন পর্যন্ত দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে ফ্রান্স এবং একটি করে জিতে যথাক্রমে অবস্থান যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডের।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ সামান্য বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার