ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ কাঁপিয়ে দিলেন শরিফুল, দেখেনিন যত উইকেট পেলেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুলাই ২৬ ২৩:৪৬:৪৭
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ কাঁপিয়ে দিলেন শরিফুল, দেখেনিন যত উইকেট পেলেন

আজ কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে নামে শরিফুল ইসলাম ও সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স মিসিসাউগার। মন্ট্রিয়াল টাইগার্স বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারীত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান করে বাংলা টাইগার্স মিসিসাউগার।

বল হাতে সুবিধা করতে পারেনি সাকিব আল হাসান। নিজের প্রথম ওভারে ৫ রান ও দ্বিতীয় ওভারে ১৪ রান দেন তিনি। ছিলেন উইকেট শূন্য। নিজের বাকি ২ ওভার মিলিয়ে সাকিব দেন ১১ রান। ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে পাননি কোনো উইকেট। অন্যদিকে শরিফুল কিপটে বোলিংয়ের সাথে তুলেছেন ১ উইকেট।ইনিংসের প্রথম ওভারে বল হাতে তুলে নেন শরিফুল ইসলাম। প্রথ ওভারে দেন মাত্র ৩ রান। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে ফিরে শরিফুল দেন ১১ রান। ১৯তম ওভারে নিজের শেষ ওভার করতে আসা শরিফুল উইকেটের দেখা পান। ছন্দে থাকা বেন মানেনতিকে ফেরান তিনি। সেই ওভারে ২ রান দেন তিনি। ৪ ওভারে ১৬ রান দিয়ে ১ উইকেট নিয়ে নিজের বোলিং শেষ করেন শরিফুল।

মন্ট্রিয়ালের হয়ে ২৪ বলে ৪৪ রান করেন টিম সেইফার্ট। এছাড়া অ্যাশটন অ্যাগার ২৯ বলে ৪১ রান করেন। ২২ বলে ৪০ রানের ইনিংস খেলেন বেন মানেনতি। দিলপ্রিত বাজওয়া ৩৩ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে মন্ট্রিয়াল ৬ উইকেট হারিয়ে তোলে ১৮৯ রান। বাংলা টাইগার্সের হয়ে ১টি করে উইকেট নেন শরিফুল এবং নাভ পাবরেজা। ৩ উইকেট নিয়েছেন ডেভিড ভিসা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে