ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

শাহিন শাহ আফ্রিদির বিশ্বরেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন পেসার বিলাল খান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুলাই ২৫ ২১:২৩:২৯
শাহিন শাহ আফ্রিদির বিশ্বরেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন পেসার বিলাল খান

রেকর্ড গড়া হয় ভাঙ্গার জন্য। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির বিশ্বরেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন ওমানের পেসার বিলাল খান। ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট নেওয়া পেসার এখন বিলাল খান।

পেশোয়ারে জন্ম নেওয়া বিলাল বুধবার নামিবিয়ার বিপক্ষে ওয়ার্ল্ডকাপ লিগ-২ ম্যাচে এই রেকর্ড গড়েছেন। ৪৯ ওয়ানডেতে ১০০ উইকেটের মালিক হয়েছেন ৩৭ বছর বয়সী এই পেসার। এর আগে ৫১ ওয়ানডেতে ১০০ উইকেট শিকার করে পেসার হিসেবে এই কৃতিত্বের অধিকারী ছিলেন পাকিস্তানের শাহিন আফ্রিদি।

ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটশিকারি হিসেবে পেসারদের মধ্যে তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। বাঁহাতি এই পেসার ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন ৫২ ম্যাচ খেলে।

পেস-স্পিন একসঙ্গে হিসেব করলে বোলার হিসেবে তৃতীয় দ্রুততম ১০০ উইকেট শিকারি বিলাল। ৪২ ম্যাচে ১০০ উইকেট নিয়ে গত বছর বিশ্বরেকর্ড গড়েছেন নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিচানে। ৪৪ ম্যাচে এই মাইলফলক ছুঁয়ে দুই নম্বরে আছেন আফগান লেগস্পিনার রশিদ খান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে