ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

মরক্কো নয় ম্যাচ শেষের ১ ঘন্টা পর গোল বাতিল, আর্জেন্টিনাকে হারালো রেফারি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুলাই ২৫ ০৮:৫৭:১৮
মরক্কো নয় ম্যাচ শেষের ১ ঘন্টা পর গোল বাতিল, আর্জেন্টিনাকে হারালো রেফারি

আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিকসের পর্দা ওঠার একদিন আগেই শুরু হয়ে গেল ফুটবল পর্ব। যেখানে মরক্কোর বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। যোগ করা সময় দেয়া হয় ১৫ মিনিটেরও বেশি। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করতে সক্ষম হয় হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। তখনই পিচে প্রবেশ করে মরক্কোর সমর্থকরা গন্ডগোল বাধান। এর প্রায় এক ঘণ্টা পর বাতিল হয় আর্জেন্টিনার দ্বিতীয় গোল, ফলে হারই সঙ্গী হয় আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের।

প্রায় এক ঘণ্টা পর গোল বাতিল হওয়ার ঘটনাটিকে সার্কাস বলে অ্যাখ্যা দিলেন মাশ্চেরানো। ফল নির্ধারণের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জীবনে সবচেয়ে বড় সার্কাস দেখলাম। গতকাল তারা (মরক্কোর সমর্থক) আলমাডার জিনিসপাতি ভেঙে ফেলল। আর আজ পিচে প্রবেশ করে গন্ডগোল।’

উড়তে থাকা আর্জেন্টিনার বিপক্ষে এদিন বেশ দাপট দেখিয়েছে মরক্কো। বল দখল থেকে শুরু করে আক্রমণ এবং রক্ষণ, সবকিছুতেই সমানে সমান লড়াই করেছে দলটি। প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলে লিড আদায় করে নেয় মরক্কো। এই অর্ধের অতিরিক্ত সময়ে আফ্রিকান দলটিকে লিড এনে দেন সুফিয়ান রাহিমি। এই গোলে তাকে অ্যাসিস্ট করেছেন মরক্কান তারকা আশরাফ হাকিমি। ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।

খেলায় ফেরার চেষ্টায় মাঠে নেমে দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। স্পটকিক থেকে দলের দ্বিতীয় গোলটিও করেন সুফিয়ান রাহিমি। ২ গোল খাওয়ার পর ম্যাচে ফেরার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ৬৮ মিনিটে প্রথম গোল শোধ করেন গিলিয়ানো সিমিওন। যোগ করা সময়ের ১৬ মিনিটে একটি গোল করে আর্জেন্টিনা। ফলে ম্যাচে সমতা আসে। কিন্তু বিতর্কের পর সেই গোল বাতিল হয়ে যায়। ফলে ২-১ গোলে হারই সঙ্গী হয় হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যদের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে