ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

কোটা আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যু নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন শাকিব খান, সারা দেশে উঠলো ঝড়

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুলাই ১৮ ০৯:২৩:৫৮
কোটা আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যু নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন শাকিব খান, সারা দেশে উঠলো ঝড়

দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটানায় উত্তাল সারাদেশ। হামলায় কয়েক শতাধিক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া মৃত্যুও হয়েছে কয়েকজনের। এ ঘটনায় এখন সোশ্যাল মিডিয়াসহ সব মাধ্যম তোলপাড়।

এ বিষয়ে শোবিজের অনেক তারকাই কথা বলেছেন। চিত্রনায়িকা পরীমণি, পূজা চেরি, শবনম বুবলী, চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনেতা নিলয় আলমগীর, নির্মাতা আশফাক নিপুন, মোস্তফা সরয়ার ফারুকী, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির, ইফতেখার রাফসান, আরএস ফাহিম তাদের মতামত জানিয়েছেন।

এবার কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বললেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। বুধবার (১৭ জুলাই) দুপুর সোয়া দুইটায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে নিজের মতামত জানান তিনি।

এ নায়ক চলমান সংকটে প্রাণহানির কথা উল্লেখ করে লেখেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল, এখনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’

প্রসঙ্গত, গত দুই সপ্তাহ ধরে সরকারি চাকরিতে প্রবেশে কোটাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এর মধ্যে গত ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করলে উত্তাপ ছড়ায় সারাদেশে। এ অবস্থায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে