ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

উরুগুয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায় রেগে গিয়ে যা বললেন রোনালদিনহো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুলাই ০৭ ১০:৫৪:৫৭
উরুগুয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায় রেগে গিয়ে যা বললেন রোনালদিনহো

আজ কোপা আমেরিকায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই শক্তিশালী দল ব্রাজিল বনাম উরুগুয়ে। আজকের ম্যাচে জিতলেই সেমি ফাইনালের টিকিট পাবে। তবে হাইভোল্টেজ এই ম্যাচে ফাউলের ছড়াছড়ি। এখনো কোনো দল গোলের দেখা পায়নি। প্রথমার্ধ শেষে ব্রাজিল-উরুগুয়ে দুই দলের লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।

চলমান কোপা আমেরিকাতে খুব একটা ছন্দে নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তার ওপর দলের সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়র কার্ডজনিত নিষেধাজ্ঞায় আজ দলের বাইরে। এ অবস্থায় ম্যাচজুড়ে ভুগেছে সেলেসাওরা। বলার মতো আক্রমণ করতে পারেনি তারা।

অন্যদিকে আসরের শুরু থেকেই দারুণ ছন্দে উরুগুয়ে। আজকের ম্যাচে ফেভারিট তারাই। তবে তারাও স্বাভাবিক খেলা খেলতে পারেনি। বড় কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ নুনেজ-ভালভার্দেরা।

কোচ কে—অস্কার তাবারেজ, দিয়েগো আলোনসো, নাকি মার্সেলো বিয়েলসা, এটা কোনো ব্যাপারই নয়, আমরা উরুগুয়ে—ম্যাচের প্রথম মিনিট থেকে গা-জোয়ারি ফুটবল খেলে এটাই যেন বুঝিয়ে দিত চাইলেন রোনাল্ড আরাউহো-মানুয়েল উগারতে-নিকোলাস ডে লা ক্রুজরা। অন্যদিকে কয়েক বছর ধরেই অস্তিত্ব-সংকটে ভোগা ব্রাজিল নিজেদের যেন চেনাতেই পারছিলেন না। উদ্দেশ্যবিহীন এলোমেলো দলটিকে দেখে বারবারই মনে হচ্ছিল—হলুদ জার্সির আড়ালে খেলা এ দলটি কি সত্যিই ব্রাজিল!

এভাবে এগিয়ে চলা ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটে থাকে গোলশূন্য। কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। সেখানে উরুগুয়ের কাছে ৪-২ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। সেমিফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ কলম্বিয়া। এ ম্যাচের আগে হওয়া আরেক কোয়ার্টার ফাইনালে পানামাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছে তারা।

আগামী বুধবার ১০ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় প্রথম সেমি ফাইনালে কানাডার বিপক্ষে মাঠে নামবে শক্তিশালী আর্জেন্টিনা। দ্বিতীয় সেমি ফাইনালে ১১ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে কলম্বিয়া।

ব্রাজিল আর কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুট আউট হারা নতুন কোনো ঘটনা না। শেষ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে হেরে বাদ পড়েছিল ব্রাজিল, আজও উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টারে পেনাল্টি শুট আউটে হারল ব্রাজিল।

ব্রাজিলের খেলোয়াড়দের বর্তমানে পেনাল্টি শুট আউটে গিয়ে যে নার্ভাস ব্রেকডাউন হয়। এই হার মেনে নিতে পারেনি ব্রাজিল এর সাবেক তারকা রোনালদিনহো। তিনি রেগে গিয়ে বললেন বর্তমানে ব্রাজিল দলে সবকিছুই আনুপস্তিত। তাদের মধ্যে কোন জেদ নেই, ফ্যাশান নেই, ভালো খেলার ইচ্ছাও নেই। তাই আমি আর কোনো ম্যাচ দেখবো না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে