ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

MD. Razib Ali

Senior Reporter

কলম্বো সট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে শরিফুলকে একাদশে রাখা হবে কিনা জানিয়ে দিল ক্যান্ডি ফ্যালকনস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুলাই ০৪ ১৪:৪৫:৩২
কলম্বো সট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে শরিফুলকে একাদশে রাখা হবে কিনা জানিয়ে দিল ক্যান্ডি ফ্যালকনস

চলতি লঙ্কা প্রিমিয়ার লিগে আগে থেকেই খেলছেন তাওহীদ হৃদয়, মুস্তাফিজ ও তাসকিন। আর শেষ মুহূর্তে লঙ্কা প্রিমিয়ার লিগে ডাক পেয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার শরিফুল ইসলাম। ক্যান্ডি ফ্যালকনসের হয়ে এলপিএল মাতাবেন তিনি। পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর বিকল্প হিসেবে তাকে দলে ভিড়িয়েছে ক্যান্ডি ফ্যালকনস।

এর আগের আসরে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন শরিফুল। এবার ড্রাফটে দল না পেলেও শেষ পর্যন্ত এলপিএল খেলার সুযোগ হয় এ বাঁহাতি পেসারের। আজ দলের সাথে যোগ দিতে উড়াল দিয়েছেন শরিফুল ইসলাম। ইতিমধ্যে দুটি ম্যাচ খেলেছে ক্যান্ডি ফ্যালকনস। ২ ম্যাচে ১টি জয় পেয়েছে তারা। পয়েন্ট টেবিলে ২ পয়েন্ট ৪ নম্বরে অবস্থান করছে ক্যান্ডি ফ্যালকনস।

ক্যান্ডি ফ্যালকনসের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শরিফুলের দলে আছেন আন্দ্রে ফ্লেচার, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দুশমন্থ চামিরা কিংবা দাসুন শানাকার মতো ক্রিকেটাররা।

ক্যান্ডি ফ্যালকনসের পরবর্তি ম্যাচ ৬ জুলাই তাসকিনের দল কলম্বো সট্রাইকার্সের বিপক্ষে। লঙ্কা প্রিমিয়ার লিগে শরিফুল তার নিজের প্রথম ম্যাচেই স্বদেশী তাসকিনের দল কলম্বো সট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে। এখন ভক্ত সমর্থকদের একটাই প্রশ্ন সেরা একাদশে কি সুযোগ পাবে শরিফুল।

শরিফুলকে যেহেতু বদলি ক্রিকেটার হিসেবে নেয়া হয়েছে তাই একাদশে সুযোগ পাওয়াটা কঠিন হবে। তবে শরিফুলের সম্প্রতিক ফর্ম তার পক্ষে কথা বলছে। বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম সেরা পেসার। নতুন বল থেকে শুরু করে পুরাতন বলেই দারুন বল করেন তিনি।

আবার ক্যান্ডি ফ্যালকনসের স্কোয়াডে বিদেশী ভালো কোনো পেসার না থাকাতে প্রথম ম্যাচেই একাদশে সুযোগ পেতে যেতে পারেন শরিফুল ইসলাম।

কলম্বো সট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের জন্য ক্যান্ডি ফ্যালকনসের সম্ভাব্য সেরা একাদশ:

দীনেশ চান্দিমাল, আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ হারিস, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা(অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, সালমান, পাবান রাতনায়েক, দুশমন্থ চামিরা, শরিফুল ইসলাম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে