টি-টোয়েন্টির মুস্তাফিজকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন ওয়াসিম আকরাম

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুন ছন্দে ছিলেন দেশ পেসার মুস্তাফিজুর রহমান। তার কাটারে নাকাচুবানি খেয়েছে দক্ষিণ আফ্রিকার ও শ্রীলঙ্কার বাটাররা। এই বাঁহাতির টি-টোয়েন্টি কার্যকরীতার প্রশংসা করেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক পেসারের কাছে ২০ ওভারের ক্রিকেট মুস্তাফিজ কার্যকরী।
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাঁহাতি পেসারদের নিয়ে আলোচনা করেছেন ওয়াসিম আকরাম। স্পোর্টসকিডার এক আয়োজনে পাকিস্তানের সাবেক পেসারের কাছে আর্শদীপ সিং, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট এবং মুস্তাফিজকে রেটিং করতে বলা হয়। যেখানে সবচেয়ে বেশি রেটিং পেয়েছেন বোল্ট। নিউজিল্যান্ডের এই পেসারকে দশে দশ দিয়েছেন। তালিকার দুইয়ে আছেন স্টার্ক।
অস্ট্রেলিয়ার বাঁহাতি এই পেসারকে দশের মাঝে ৯.৭৫ দিয়েছেন। আর্শদীপ ৮.৫ এবং সবচেয়ে কম মুস্তাফিজ পেয়েছেন ৭। তবে বাংলাদেশের এই পেসারের কাটারের প্রশংসা করেছেন ওয়াসিম আকরাম। তবে মুস্তাফিজের কাটারের কার্যকরীতা এবং ধারাবাহিকতা নিয়ে কথা বলেছেন তিনি।
এ প্রসঙ্গে ওয়াসিম আকরাম, ‘এটা (কাটার এত কার্যকরী হওয়ার কারণ) অনুশীলন এবং ছদ্মবেশী। বোলিং করার আগে সে আঙুল খুব বেশি ওপেন করে না। তার অ্যাকশনও পরিবর্তন হয় না। আঙুল ওপেন না করেও যে কারণে সে এভাবে (অনেকটা বাঁহাতি স্পিনারের মতো) বোলিং করতে পারে। এজন্য সে এত বেশি ধারাবাহিক। তার ইনজুরির সমস্যা আছে, এজন্য টেস্টে তার খুব বেশি আগ্রহ নেই।’
একটা সময় কেবল স্লোয়ার এবং কাটার দিয়ে ব্যাটারদের পরাস্ত করতেন মুস্তাফিজ। যার ফলে মাঝে ইনজুরিতে পড়ার পর বাঁহাতি পেসারকে সহজেই খেলতে পারতেন ব্যাটাররা। তবে সাম্প্রতিক সময়ে নিজের বোলিংয়ে সুইংও যোগ করেছেন তিনি। বিশেষ করে নতুন বলে আগের তুলনায় বেশি সুইং করাতে পারেন মুস্তাফিজ। যা চোখে পড়েছে ওয়াসিম আকরামের। সেই সঙ্গে টি-টোয়েন্টির মুস্তাফিজের প্রশংসাও করেছেন তিনি।
ওয়াসিম আকরাম বলেন, ‘আমরা যেহেতু টি-টোয়েন্টি ক্রিকেটের আলোচনা করছি, এখানে সে বেশ ভালো। বিশেষ করে তার কাটার। এখন তো সে নতুন বলে সুইং করাও শিখেছে। নতুন বলে আগে শুধু আড়াআড়িভাবে এলেও এখন খানিকটা সুইং পাচ্ছে। তখন তাকে সবাই বুঝে ফেলেছিল। বেশ কিছুদিন ধরে সে সুইংও করা শিখে নিয়েছে।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- আবারও বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- একাধিক গণমাধ্যমে দাবি ‘নয়াদিল্লিতে শেখ হাসিনার মৃত্যুর’ জানা গেল খবরের সত্যতা
- ওবায়দুল কাদেরের মৃত্যু, জানা গেল সত্যতা
- চরম দু:সংবাদ: ভিসা বন্ধ ঘোষণা
- আফগানিস্তান ইংল্যান্ডকে হারানোর পেছনের নায়ক বাংলাদেশের বুলবুল
- বাংলাদেশের একটি শক্তির কারণে যুদ্ধে জড়াবে না ভারত
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আগামী নির্বাচনকে ঘিরে আত্মপ্রকাশ করছে ৩টি বড় রাজনৈতিক জোট
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- কঠিন সমীকরণ: শেষ ম্যাচ না জিতেও সেমি ফাইনাল খেলবে আফগানিস্তান
- মাসের শুরুতেই কমলো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- নতুন উপদেষ্টা হলেন মাহফুজ আলম
- বড় সুখবর পেল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা