ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

কোয়ার্টার ফাইনালের ম্যাচ নির্ধারীত সময়ে শেষ না হলে জিতবে যে দল জানালো ফিফা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুলাই ০৪ ১২:১৩:২৩
কোয়ার্টার ফাইনালের ম্যাচ নির্ধারীত সময়ে শেষ না হলে জিতবে যে দল জানালো ফিফা

চলছে ল্যাটিন আমেরিকার শ্রেষ্টত্বে লড়াই। চূড়ান্ত হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের ৮ দল। আগামীকাল থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই।

কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইকুয়োডর। এবারের আসরের সবচেয়ে জমজমাট ম্যাচ ভাবা হচ্ছে ব্রাজিল বনাম উরুগুয়ের মধ্যকার ম্যাচ। পরের দুটি লড়াই ভেনেজুয়েলা-কানাডা ও কলম্বিয়া-পানামার মধ্যে।

সাধারণত বড় টুর্নামেন্টগুলোর নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময় শেষে সমতায় থাকলে অতিরিক্ত সময়ে গড়ায়। তবে কোপা আমেরিকা তার পুরোনো নিয়ম এবারও ধরে রাখছে। ১৫ জুলাইয়ের ফাইনাল ছাড়া নকআউট পর্বের কোনো ম্যাচেই অতিরিক্ত সময় থাকছে না।

কোপা আমেরিকা ২০২৪-এর রেগুলেশনসে বলা হয়েছে, ফাইনালে ৯০ মিনিট শেষে যদি স্কোর সমান থাকে, তাহলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে। অতিরিক্ত সময় হবে ৩০ মিনিট এবং দুই অর্ধে ১৫ মিনিট করে খেলা হবে। এরপরও সমতা থাকলে পেনাল্টি শুটআউটে বিজয়ী নির্ধারণ করা হবে।

তবে নকআউট পর্বের অন্য ম্যাচগুলোতে (কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারিত) কোনো অতিরিক্ত সময় থাকবে না। ৯০ মিনিট শেষে সমতা থাকলেই ম্যাচ পেনাল্টি শুটআউটে চলে যাবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে