ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’ তে বাংলাদেশ, দেখেনিন প্রতিপক্ষ যারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুলাই ০৩ ২১:৩৪:২১
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’ তে বাংলাদেশ, দেখেনিন প্রতিপক্ষ যারা

সদ্য শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এবারের বিশ্বকাপে দারুন সুযোগ থাকা সত্তেই সেমিফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। আফগানিস্তানের কাছে সুপার এইট থেকে বিদায় নেয় শান্ত বাহিনী।

এখনো রেশ কাটেনি টি-টোয়েন্টি বিশ্বকাপের। আর এরই মধ্যে আইসিসি পরবর্তি মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে নতুন ঘোষণা দিলো আইসিসি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান। দীর্ঘ সময় পর পাকিস্তানে কোনো আইসিসি টুর্নামেন্ট অনুষ্টিত হবে।

এবারের আসরে অংশ গ্রহন করবে ৮টি দল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন নির্ধারণ করা হয় এই ৮ দল। ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে দল গুলো। যেখানে গ্রুপ “এ” তে আছে পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ও ভারত। আর গ্রুপ “বি” আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত খেলা হবে. এদিকে, ১০ মার্চ দিনটিকে রিজার্ভ ডে হিসেবে রাখা হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে