ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

আইসিসি থেকে বিশাল দুঃসংবাদ পেলেন তাসকিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুলাই ০৩ ১৯:১০:৪৭
আইসিসি থেকে বিশাল দুঃসংবাদ পেলেন তাসকিন

চলতি বিশ্বকাপে বল হাতে দারুন সময় পার করেছে বাংলাদেশের বোলারা। তবে সম্প্রতি সময়ে ক্রিকেটা পাড়ায় একটা খবর ঘুরে বেড়াচ্ছে সেটা হলো বিশ্বকাপে নিজেদের সুপার এইটের ম্যাচে ঘুমের কারণে টিম বাস মিস করেছেন এ আসরে ৬ ম্যাচে ৮ উইকেট নেয়া তাসকিন আহমেদ। যার ফলে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে এদেশের ক্রিকেট মহল। সেই বিতর্কের ইতি না ঘটতেই টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়েও অবনতি হয়েছে দেশ সেরা পেসার তাসকিনের।

প্রতি সপ্তাহের বুধবার খেলোয়াড়দের র‍্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করে আইসিসি। তারই ধারাবাহিকতায় আজ (৩ জুলাই) বুধবার সবশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে হালনাগাদ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এই সপ্তাহে অবনতি হয়েছে বাংলাদেশি বোলারদের। এক ধাপ পিছিয়ে ১৯ নম্বরে নেমে গেছেন মুস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন দুই ধাপ করে পিছিয়ে যৌথভাবে ২৬ নম্বরে অবস্থান করছেন। টি-টোয়েন্টি ব্যাটিং ও বোলিংয়ে শীর্ষে কোনো পরিবর্তন হয়নি। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের আদিল রশিদ ধরে রেখেছেন ১ নম্বর জায়গাটি। ১৭ বছর পর ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোয় এ আসরে ১৪৪ রান এবং ১১ উইকেট নিয়ে মুখ্য ভূমিকা রাখেন হার্দিক পান্ডিয়া। ব্যাটিংটাও করেছেন ১৫০ এর বেশি স্ট্রাইক রেটে। এমন পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর অলরাউন্ডারের জায়গা দখল করে নিয়েছেন তিনি। পান্ডিয়া ছাড়াও আজ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস (৩), জিম্বাবুয়ের সিকান্দার রাজা (৪) ও বাংলাদেশের সাকিব আল হাসান (৫)। তাঁরা এগিয়েছেন মূলত আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী চার ধাপ পিছিয়ে দুই থেকে ছয়ে নেমে যাওয়ায়।

টি-টোয়েন্টির ব্যাটিং র‍্যাংকিংয়ে প্রথম ২৫ জনের তালিকাতেও নেই বাংলাদেশের কোনো ব্যাটারের নাম। ৫৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ২৬তম স্থানে রয়েছেন তাওহীদ হৃদয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে