ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

আজ গল মার্ভেলসের বিপক্ষে মাঠে নামবে তাসকিনের কলম্বো স্ট্রাইকার্স,দেখেনিন ম্যাচ শুরুর সময়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুলাই ০৩ ১৭:৪৫:২৪
আজ গল মার্ভেলসের বিপক্ষে মাঠে নামবে তাসকিনের কলম্বো স্ট্রাইকার্স,দেখেনিন ম্যাচ শুরুর সময়

আজ (বুধবার) গল মার্ভেলসের বিপক্ষে মাঠে নামছে কলম্বো স্ট্রাইকার্স, যেখানে প্রথমবারের মতো খেলছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দু’দল। এর আগে ক্যান্ড ফ্যালকনসের বিপক্ষে খেলে কলম্বো স্ট্রাইকার্স। সেই ম্যাচের একাদশে ছিলেন না বাংলাদেশের এই পেসার। তবে ৫১ রানের বিশাল জয় তার দল কলম্বো স্ট্রাইকার্স।

এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন আজকের ম্যাচের একাদশে কি থাকবের তাসকিন। তবে যত দুর জানা গেছে উইনিং কম্বিনেশন ভাঙবে না কলম্বো স্ট্রাইকার্স। ফলে এলপিএলে ম্যাচ পেতে আরও আপেক্ষা করতে হবে তাসকিনকে।

বর্তমানে দারুন ছন্দে রয়েছেন বাংলাদেশের এই পেসার। টানা ১৯ ম্যাচে উইকেট পেয়েছেন তিনি। বিশ্বকাপে দারুন পারফরমেন্স করেছেন। তাইতো এলপিএলে সুযোগ পেল নিজের জাত চেনাতে ভুল করবেন না এই পেসার।

কলম্বো স্ট্রাইকার্সের সম্ভাব্য সেরা একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, শেভন ড্যানিয়েল, মোহামদ্দ ওয়াসিম, সাদিরা সামিরাবিক্রামা, গ্লেন ফিলিপস, থিসারা পেরেরা, শাদাব খান, চাতিকা করুনারাত্নে, দিনুথ, বিনুরা ফার্নান্দো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে