ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

কোপা আমেরিকার মাঝ পথে নতুন করে ১৮ সদস্যের দল ঘোষণা করলো আর্জেন্টিনা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুলাই ০৩ ১০:৫১:২৭
কোপা আমেরিকার মাঝ পথে নতুন করে ১৮ সদস্যের দল ঘোষণা করলো আর্জেন্টিনা

ফুটবল প্রেমিরা ব্যস্ত কোপা আমেরিকা নিয়ে। সেখানে ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা। ঠিক এই সময় নতুন করে আরও একটি বড় টুর্নামেন্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিককে সামনে রেখে ১৮ সদস্যের আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করেছে কোচ হ্যাভিয়ের মাসচেরানো। ১০ জুলাই ফ্রান্সের উদ্দেশে দেশ ছাড়বে আর্জেন্টিনা। যেখানে মূল আসর শুরুর আগে দুইটি প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনার যুবারা।

আসন্ন আসরকে ঘিরে পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে মাসচেরানো। ১৮ সদস্যের দলের মধ্যে উল্লেখযোগ্য নাম হিসেবে রয়েছে নিকোলাস ওটামেন্ডির, যিনি বর্তমানে বেনফিকাতে খেলছেন। এছাড়া ফরোয়ার্ড লাইনে রয়েছে ম্যানচেস্টার সিটির হুলিয়ান আলভারেজ।

আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল-

গোলরক্ষক- লিয়ান্দ্রো ব্রে, জেরোনিমু রুল্লি।

ডিফেন্ডার- মার্কো দ্য সিজারে, হুলিও সোলার, জোয়াকুইন গার্সিয়া, গঞ্জালো লুজান, নিকোলাস ওটামেন্ডি, ব্রুনো আমিওনে।

মিডফিল্ডার- এজেকুইল ফার্নান্দেজ, সান্তিয়াগো হেজ্জে, ক্রিশ্চিয়ান মেদিনা, কেভিন জেনন।

ফরোয়ার্ড- জিওলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গন্দু, থিয়াগো আলমাদা, ক্লাদিও এচেভেরি, হুলিয়ান আলভারেজ, লুকাস বেলট্রান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে