ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

শেষ হলো তাসকিনের কলম্বো স্ট্রাইকার্স বনাম ক্যান্ডি ফ্যালকনসের ম্যাচ দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুলাই ০২ ২৩:২৭:১২
শেষ হলো তাসকিনের কলম্বো স্ট্রাইকার্স বনাম ক্যান্ডি ফ্যালকনসের ম্যাচ দেখেনিন ফলাফল

আজ এলপিএলে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল কলম্বো স্ট্রাইকার্স বনা ক্যান্ডি ফ্যালকনস। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় ক্যান্ডি ফ্যালকনস। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারে ৭ উইকেটে ১৯৮ রান করে কলম্বো স্ট্রাইকার্স। ১৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫.৫ ওভারে ১৪৭ রানে অল-আউট হয় ক্যান্ডি ফ্যালকনস। ফলে ৫১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে তাসকিনের কলম্বো স্ট্রাইকার্স।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে একটা উইকেট হারালেও পাওয়ার প্লেটা ভালো ভাবে কাজে লাগাই কলম্বো স্ট্রাইকার্স। পাওয়ার প্লেতে ২ উইকেটে ৭৮ রান তোলে কলম্বো স্ট্রাইকার্স। ৫ বলে ৩ রান করেন শেভন ড্যানিয়েল। তাকে ফেরান রাজিথা। ১০ বলে ১৭ রান করে চামিরার শিকার হন গুরবাজ।

১৮ বলে ৩২ রান করে হাসারাঙ্গার শিকার হন মোহামদ ওয়াসিম। ২৬ বলে ৪৮ রান করেন সাদিরা সামারাবিক্রমা। ডাক মারেন গ্লেন ফিলিপস। ৩০ বলে ৩৮ রান করেন থিসারা পেরেরা। ১৭ বলে ২০ রান করেন সাদাব খান। ১০ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন চামিকা করুনারাতনে।

১৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা দারুন করে ক্যান্ডি ফ্যালকনসের দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও দীনেশ চান্দিমাল। ১২ বলে ২৪ রান করে ফেরেন আন্দ্রে ফ্লেচার। ২৬ বলে ৩৮ রান করেন দীনেশ চান্দিমাল। ৩ বলে ৪ রান হারিস। ১১ বলে ৭ রান করেন কামিন্দু মেন্ডিস। ২০ বলে ২৫ রান করেন দাসুন শানাকা। এরপর ১১ বলে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রানে অল-আউট হয় ক্যান্ডি ফ্যালকনস।

হ্যাট্রিক করেন শাদাব খান। ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। এছাড়াও ৩.৫ ওভার বল করে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন দুনিথ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে