
MD. Razib Ali
Senior Reporter
বিশ্বকাপে অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছেন তাসকিন, ঘুম কান্ডে সুপার এইটে ভারতের বিপক্ষে বাদ পড়েন তিনি

বিশ্বকাপের মাঝে অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছেন তাসকিন। যার জেরে তোলপাড় এখন দেশের ক্রিকেটে। ভারত ম্যাচ মিস করেছেন ঘুমের কারণে। অদ্ভুত শোনালেও ঘটেছে ঠিক এমনটাই। নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে না পারায় মিস করেছিলেন টিম বাস। এমনকি মাঠে পৌঁছান টসের পর। দলের ভাইস ক্যাপ্টেন এর এমন ন্যাক্কারজনক কাজ জন্ম দিয়েছে। রহস্য উন্মোচনে মঙ্গলবার বোর্ড সভার মিটিং ডেকেছে বিসিবি।
ঘুম প্রিয় মানুষদের এটা কমন ঘটনা ঘুম থেকে সময় মতো উড়তে না পারা। আর একটু আর একটু ঘুমাই করে সময় চলে যায় প্রতিনিয়ত। শেষটায় দেখা যায় গোলযোগ বেধে গেছে বড়। বাংলাদেশ ক্রিকেটও এর ব্যতিক্রম না। বিশ্বকাপ শেষ হতেই এই ঘুম কান্ডেই এখন তোলপাড় দেশের ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ চলাকালীন দলের ভেতর এমন ঘটনা যা শুনলে আপনিও তাজ্জব হয়ে যাবেন। হ্যাঁ উদ্ভট শোনালেও এটাই সত্য।
বিশ্বকাপে ভারত ম্যাচে একজনের ঘুম এই গোটা দল হয়েছিল এলোমেলো। চলুন মূল ঘটনায় আলো ফেলি। অস্ট্রেলিয়ার কাছে হারের পর। ৩৪ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এন্টিগার একই মাটে প্রতিপক্ষ ছিল ভারত। সেমিফাইনালের রেসে টিকে থাকতে টাইগারদের জন্য যা ছিল গুরুত্বপূর্ণ লড়াই। যে ম্যাচের একাদশ আগের দিনই সাজানো শেষ। অতীত পারফরম্যান্স বিচারে ভারতের বিপক্ষে একাদশে তাসকিন ছিলেন অটো চয়েজ। কিন্তু সেদিন টসের পর বাংলাদেশের ইলেভেনে তাসকিনকে না দেখে চমকে ওঠেন সবাই। প্রশ্ন ওঠে হঠাৎ কী এমন হলো যার কারণে তাসকিন খেলছেন না। কেন তার পরিবর্তে দলে জাকের আলী।
ম্যাচের আগে তোলপাড় গোটা দেশ। সে দিন তাসকিনের অনুপস্থিতিতে সবার মতো ধারাভাষ্যকাররাও বিস্মিত হয়েছিলেন। ঢাকায় বসে বিসিবি সভাপতি ও নীতিনির্ধারকরা তেলেবেগুনে জ্বলে ওঠেন। একাদশে তাসকিনকে দেখতে না পেয়ে শুরু হয় পরিচালকদের মধ্যে যোগাযোগ। খোঁজা হয় তার কারণ।
এবার তাহলে শুনুন আসল ঘটনা। আইসিসি নিয়ম অনুযায়ী ম্যাচের দিন একটা নির্দিষ্ট টাইম বাস ছাড়তে হয়। কিন্তু ভারত ম্যাচের দিন সকালে টিম ম্যানেজার ও লজিস্টিকস ম্যানেজার বাস চেক করতে গিয়ে দেখেন সেখানে তাসকিন নেই। সবাই হতভম্ব শুরু হয় একের পর এক ফোন। টিম ম্যানেজার অন্যদিকে লজিস্টিকস ম্যানেজার ও বোলিং কোচ অ্যাডামস সমানে কল দিতে থাকেন তাসকিনকে। কিন্তু কোনো জবাব আসেনি ফোনের অপরপ্রান্ত থেকে।
সময় অতিক্রান্ত হওয়ার শেষ পর্যন্ত তাসকিনকে ছাড়াই সেদিন বাস ছেড়ে দেয় টিম ম্যানেজমেন্ট। তবে তাসকিনকে খোঁজে মাঠে আনার জন্য রেখে যাওয়া হয় একজন স্টাফকে। এদিকে হোটেল থেকে ভেন্যু এই ২৫ মিনিটের বাস যাত্রার পুরোটা সময় জুড়ে চলে চরম উত্তেজনা। পথের মধ্যে তাসকিনকে সব শেষ কল করেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহ।
কিন্তু সেবারও তাসকিন কল না ধরলে ক্ষেপে যান হাতুড়ি। সিদ্ধান্ত নেয়া হয় তাসকিন বাদ খেলবেন জাকের আলী অনিক। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সেদিন তাসকিন এতটাই উদাসী ছিলেন। শুধু টিম বাসি মিস করেনি মাঠে ঢোকেন শেষে ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে যান জাতীয় সংগীত গাইতে।
বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি বিশ্বস্ত সূত্র। অবিশ্বাস্য এই ঘটনার ব্যাখ্যা চাইতে বোর্ডের ৩ সিনিয়র পরিচালক কে কল করা হলে তারা বিষয়টা এড়িয়ে যান ঠিকই কিন্তু একবারের জন্য অস্বীকার করেননি। ভেতরের খবর সেদিন একাদশে তাসকিনকে না দেখে হতাশ হয়ে পড়েন সিলেকশন প্যানেল। টিম ম্যানেজমেন্টের প্রতি নির্বাচকদের পরামর্শ ছিল তিন পেসার খেলানোর।
তাসকিনের অনুপস্থিতিতে তাই শরিফুলকে কেন সুযোগ দেয়া হলো না কেন পেসারের বদলে কেনো ব্যাটার খেলানো হলো সেই প্রশ্নই এখন ঘুরছে নির্বাচকদের মাঝে। আগামী দোসরা জুলাই বিসিবির বোর্ড মিটিং। নিশ্চিত হয়েছে বিশ্বকাপের ভরাডুবির কারণ অনুসন্ধানে সভা হলেও অন্যতম এজেন্ডা তাসকিনের এই ঘুম কান্ড। কেননা হাইভোল্টেজ সেই ম্যাচে শুধু বাংলাদেশ হারেইনি বিব্রত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নীতিনির্ধারকদের মনে প্রশ্ন ভাইস ক্যাপ্টেন হিসেবে এমন কান্ড কীভাবে ঘটাতে পারেন তাসকিন। এটা শুধুই কি তার অসাবধনতা না এর পেছনে লুকোনো অন্য কোনো কারণ।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- আবারও বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- একাধিক গণমাধ্যমে দাবি ‘নয়াদিল্লিতে শেখ হাসিনার মৃত্যুর’ জানা গেল খবরের সত্যতা
- ওবায়দুল কাদেরের মৃত্যু, জানা গেল সত্যতা
- চরম দু:সংবাদ: ভিসা বন্ধ ঘোষণা
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- আফগানিস্তান ইংল্যান্ডকে হারানোর পেছনের নায়ক বাংলাদেশের বুলবুল
- বাংলাদেশের একটি শক্তির কারণে যুদ্ধে জড়াবে না ভারত
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আগামী নির্বাচনকে ঘিরে আত্মপ্রকাশ করছে ৩টি বড় রাজনৈতিক জোট
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- কঠিন সমীকরণ: শেষ ম্যাচ না জিতেও সেমি ফাইনাল খেলবে আফগানিস্তান
- মাসের শুরুতেই কমলো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার