ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

MD. Razib Ali

Senior Reporter

কোথায় যাবেন রাহুল দ্রাবিড়, অফার করবেন বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুলাই ০১ ০১:০২:৪৪
কোথায় যাবেন রাহুল দ্রাবিড়, অফার করবেন বিসিবি

ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে আইসিসি শিরোপা জেতার স্বপ্ন ভঙ্গ হয় ভারতের। ওয়ানডে বিশ্বকাপের পর চূক্তির মেয়াদ শেষ রাহুল দ্রাবিড়ের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ সন্নিকোটে থাকায় চূক্তির মেয়াদ বাড়ায় বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড চায়নি এতো অল্প সময়ে নতুন কোচ নিয়োগ দিতে। তাইতো রাহুল দ্রাবিড়কে অনুরোধ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব চালিয়ে নিতে।

এরপর তো ইতিহাস গড়ে ফেললো ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইতিহাস গড়ে শিরোপা নিজেদের করে নিল ভারত। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর দ্বিতীয় শিরোপা পেল তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা। তবে এখানেই শেষ হচ্ছে ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের অধ্যায়। আর ভারত জাতীয় দলে হেড কোচের দায়িত্ব থাকছেন না তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই কোচ খোঁজা শুরু করে দেয় বিসিসিআই। তাইতো বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে মজা করে দ্রাবিড় বলেন এখন তো ফ্রি আছি কোনো অফার আছে নাকি। আর এতেই বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাইপ উঠে গেছে বিসিবি কি তাকে দেখছেন না যে তিনি বেকার বসে আছেন।

তবে সেই পোস্টটা রাহুল দ্রাবিড় করেছেন এক রকম মজা করে। এই মাপের কোচ বা ক্রিকেটাররা কোনো সময় বোকার থাকেন না। তাদের কাছে সব জব অফার থাকে। যে জব অফার গুলো আছে সেগুলো থেকে যে কোনো একটা যাবেন তিনি। হতে পারে সেইটা আইপিএলে যে কোনো ফ্রাঞ্চাইজির হয়ে দায়িত্ব পালন করা বা তার পছন্দের জায়গা এনসিএ তে যেতে পারেন।

আসল সমস্যা হচ্ছে টাকা। বর্তমান বাজার মূল্যে যে পরিমান পারিশ্রমিক পান দ্রাবিড় তা দিতে পারবেন না বিসিবি। বিসিসিআই রাহুল দ্রাবিড়কে মাসে ১ কোটি ৬৮ লাখ টাকা বেতন দিয়ে থাকেন। তাছাড়া বোনাস, বোতন ভাতা আরও অনেক কিছু আছে। আর ব্রান্ড ভ্যালু বিবোচনা করতে গেলে রাহুল দ্রাবিড় মাসে ১৫-১৬ কোটি টাকা। যা বিসিবি বহন করতে পারবে না। আর বর্তমান বাংলাদেশের কোচ হাথুরু ৩৫ লাখ টাকা পেয়ে থাকেন।

কোথায় ১কোটি ৬৮ লাখ আর কোথা ৩৫ লাখ। তারপরও তাকে যদি বিসিবি মাসে ৩কোটি টাকা দেয় তাও রাহুল দ্রাবিড় আসবে না। তার কারণ ব্রান্ড ভ্যালু। তাই মিছে স্বপ্ন দেখে লাভ নাই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে