ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

ঘটনা আসলে কি? লিপুর চাচাতো ভাই শান্ত? পাবলিকের ঈমান নিয়ে অধিনায়ক শান্ত’র প্রশ্ন!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুলাই ০১ ০০:১১:৫০
ঘটনা আসলে কি? লিপুর চাচাতো ভাই শান্ত? পাবলিকের ঈমান নিয়ে অধিনায়ক শান্ত’র প্রশ্ন!

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ ১৭ বছর সুপার এইটে উঠে বাংলাদেশ। বোলাদের দুর্দান্ত পারফরমেন্সের কারণে সুপার এইটে উঠার যোগ্যতা আর্জন করে বাংলাদেশ। শুধু একটা ম্যাচে ১৬০ রান করে বাংলাদেশ। বাকি প্রায় সব গুলো ম্যাচে বল প্রতি রান করতে ব্যর্থ হয় টাইগার ব্যাটাররা। এই জন্য দায়ি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা।

নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ তামিম কেউ ভালো করতে পারেনি এবারের বিশ্বকাপে। তার প্রভার পড়েছে ম্যাচে। তবে পুরো দায় শান্ত লিটনদের না। দলে দুই সিনিয়ার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানও ব্যর্থ এবারের বিশ্বকাপে। সবচেয়ে বেশি আলোচন হচ্ছে অধিনায়ক শান্তকে নিয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নাজমুল হোসেন শান্ত নাকি বিসিবি প্রধান নির্বাচক গাজি আশরাফ হোসেন লিপুর চাচাতো ভাই। এই নিয়ে চারে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে। তবে আসল ঘটনা ভিন্ন। বিসিবি প্রধান নির্বাচক গাজি আশরাফ হোসেন লিপু হচ্ছেন ঢাকার ছেলে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একজন প্রভাব শালী বোর্ড পরিচালক। দেশের ক্রিকেটের বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এক রকম জোর করে তাকে প্রধান নির্বাচকের দায়িত্ব দিয়েছে বিসিবি। আর এই দিকে বলা হচ্ছে শান্ত লিপুর চাচাতে ভাই হওয়াতে পারফম না করেও দলে ঠিকে আছে সাথে অধিনায়কের দায়িত্ব পালন করছে।

তবে প্রশ্ন হচ্ছে আসলেই কি শান্ত ও প্রধান নির্বাচকের মধ্যে কোনো সম্পর্ক আছে। শান্ত জাতীয় দলে সুযোগ পায় অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালোর করার পর। মিরাজ-সাইফউদ্দিন ও শান্ত এক সাথে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন। শান্ত রাজশাহীর ছেলে। আর লিপু ঢাকার ছেলে। তাদের মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক নেই। সব ভুয়া।

আবার শান্তকে নিয়ে আরেকটি ভুয়া খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তাহলো শান্ত নাকি বলেছে আমাদের ১৮ কোটি মানুষের ইমান ঠিক নাই তাই আমাদের দেয়া কবুল হয়নি তাতেই বাংলাদেশ বিশ্বকাপে ভালো করতে পারেনি। আসলে এই বিষয়টাও সম্পূর্ণ ভুয়া। এই ধরনের কোনো মন্তব্য করেনি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে