ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ যে দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ৩০ ২২:০৬:৫৭
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ যে দল

চলছে ল্যাটিন আমেরিকার শ্রেষ্টত্বের লড়াই কোপা আমেরিকা। ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বে টানা তিন জয় ‍তুলে নিয়েছে মেসিরা। শেষ ম্যাচে দলের অধিকাংশ ফুটবলারকে বিশ্রাম দেয় আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট। ইনজুরির কারণে খেলতে পারেননি মেসি। তারপরও পেরুকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে পা রাখছে আলবিসেলেস্তেরা।

আজ সকালে লাউতারো মার্টিনেজের জোড়া গোলে পেরুকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। তবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলেও এখনো আর্জেন্টিনার প্রতিপক্ষ নিশ্চিত হয়নি। টুর্নামেন্টের সূচি অনুযায়ী গ্রুপ এ'র চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পাবে গ্রুপ বি'র রানার্স আপ দলকে। এই গ্রুপের দলগুলো হচ্ছে- ভেনেজুয়েলা, ইকুয়েডর, মেক্সিকো এবং জ্যামেইকা।

২ ম্যাচ শেষে গ্রুপ বি থেকে বিদায় নিশ্চিত হয়েছে জ্যামেইকার। দুই ম্যাচের দুইটিতেই হেরেছে তারা। অন্যদিকে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভেনেজুয়েলা।

বাকি স্থানটির জন্য লড়ছে ইকুয়েডর এবং মেক্সিকো। আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে তারা। যে জিতবে তারাই যাবে পরের রাউন্ডে। আর ড্র হলে আসবে গোল ব্যবধানের হিসেব। আর সেখানে এগিয়ে আছে ইকুয়েডর।

ইকুয়েডর-মেক্সিকো ম্যাচ ড্র হলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ইকুয়েডর। কিন্তু যদি দুই দলের কোনো দল জিতেই যায় তবে হিসেবে চলে আসবে ভেনেজুয়েলা-জ্যামেইকা ম্যাচও। শেষ ম্যাচে ভেনেজুয়েলা ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। কিন্তু যদি জ্যামেইকা কোনক্রমে তাদের হারিয়ে দেয় তাহলে সামনে চলে আসবে গোল ব্যবধান। সেখানে যারা এগিয়ে থাকবে তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। আর যারা পিছিয়ে পড়বে তারা পড়বে আর্জেন্টিনার মুখে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে