ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ২৯ ২১:০৪:০৮
শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক রোহিত শার্মা। ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। পাওয়া প্লেতেই ৩ উইকেট হারিয়েছে তারা।

চলতি বিশ্বকাপে মোটেও ছন্দে নেই ভারতের ব্যাটিং স্থম্ভ কোহলি। তবে ফাইনালে ম্যাচে প্রথম ওভারেই জ্বলে উঠলেন তিনি। মার্কো জেনসেনের প্রথম ওভারে তিনটি চার মেরে শুরু করেছেন ফাইনাল ম্যাচ। পরে ওভারে রোহিত নিজেও টানা দুই চার মারলেন। তবে কেশভ মহারাজের বলে কাটা পড়েছেন ভারতের অধিনায়ক রোহিত। ৫ বলে ৯ রান করেন তিনি।

একই ওভারে উইকেট বিলিয়ে দিয়েছেন পান্তও। মহারাজের লো ফুলটস ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে উইকেটকিপার ডি ককের গ্লাভসে ক্যাচ দিয়েছেন। ডাক মারেন পান্ত। রাবাদা কাছে পরাস্ত হন সূর্যকুমার যাদব। ৪ বলে ৩ রান করেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৮ ওভারে ৩ উইকেটে ৫৯ রান। ২৪ বলে ২৯ রানে ব্যাট করছেন কোহলি ও ১২ বলে ১৮ রানে ব্যাটর করছেন অক্ষর প্যাটেল।

দুই দলের একাদশ :

ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাজেদা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা : কুইন্টন ডি কক, রেজা হেনরিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জেনসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, তাবরিজ শামসি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে