ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

সেমিফাইনাল শেষে দেখেনিন সেরা পাঁচ উইকেট শিকারী বোলারের তালিকা, আছেন এক বাংলাদেশী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ২৮ ০৯:৩১:৪৫
সেমিফাইনাল শেষে দেখেনিন সেরা পাঁচ উইকেট শিকারী বোলারের তালিকা, আছেন এক বাংলাদেশী

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে দুই ফাইনালিস্ট পেয়ে গেছে। প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। একদিন বিরতি দিয়ে আগামী শনিবার (২৯ জুন) ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

সেমিফাইনালে ভালো খেললেও আফগানিস্তানের খেলোয়াড়রা ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন। সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আফগানিস্তানের খেলোয়াড়দের প্রাধান্য স্পষ্ট। উইকেট শিকারির তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে রয়েছেন রিশাদ হোসাইন। সেরা দশে আছেন তানজিম হাসান সাকিবও।

ব্যাট ও বল হাতে শীর্ষ পাঁচে আছেন আফগানিস্তানের দুইজন করে খেলোয়াড়। দুই ইভেন্টের শীর্ষস্থানেই তাদের দখল।

শীর্ষ পাঁচ উইকেট শিকারি

নামদেশম্যাচউইকেটইকোনমি
ফজলহক ফারুকি আফগানিস্তান ১৭ ৬.৩১
আর্শদ্বীপ সিং ভারত ১৫ ৭.৪১
রশিদ খান আফগানিস্তান ১৪ ৬.১৭
রিশাদ হোসাইন বাংলাদেশ ১৪ ৭.৭৬
জাসপ্রিত বুমরাহ ভারত ১৩ ৪.১২

শীর্ষ পাঁচ রান সংগ্রাহক

নামদেশম্যাচরানস্ট্রাইক রেট
রহমানউল্লাহ গুরবাজ আফগানিস্তান ২৮১ ১২৪.৩৩
ট্রাভিস হেড অস্ট্রেলিয়া ২৫৫ ১৫৮.৩৮
রোহিত শর্মা ভারত ২৪৮ ১৫৫.৯৭
ইব্রাহিম জাদরান আফগানিস্তান ২৩১ ১০৭.৪৪
নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজ ২২৮ ১৪৬.১৫

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে