ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

লজ্জার রেকর্ডে শীর্ষে আফগানিস্তান, দেখেনিন বাকিদের অবস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ২৭ ১১:১৮:৪১
লজ্জার রেকর্ডে শীর্ষে আফগানিস্তান, দেখেনিন বাকিদের অবস্থান

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের রূপকথার গল্প দেখল ক্রিকেট বিশ্ব। নিজেদের ইতিহাসে প্রথমবার কুড়ি ওভারের বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল তারা। একের পর এক পরাশক্তি দলকে হারিয়ে নতুন করে ইতিহাস লিখেছিল পাঠানরা। তবে তাদের শেষটা যেভাবে হলো, তা হয়তো কেউ কল্পনা করেনি। খোদ আফগানরাও হয়তো এমনটা ভাবেনি।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে নিউজিল্যান্ড এবং সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দিয়েছিল আফগানিস্তান। তবে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে তারা। এমনই বাজেভাবে হেরেছে আফগানরা, যা তারা স্মৃতি থেকে মুছে ফেলতে চাইবে।

বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাট করে ১১.৫ ওভারে ৫৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো দল একশোর নিচে অলআউট হয়েছে। এর আগে ২০০৯ সালে ১০১ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

আর স্বীকৃত টি-২০ টুর্নামেন্টের নকআউট পর্বে এটিই সর্বনিম্ন স্কোর। এর আগে আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেমিফাইনালে উগান্ডার বিপক্ষে ৬২ রানে অলআউট হয়েছিল বতসোয়ানা।

টি-২০ বিশ্বকাপের নকআউট পর্বে চোখ রাখলে আফগানিস্তানের দলীয় স্কোরই ইতিহাসের সর্বনিম্ন। এছাড়াও তালিকায় আছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও পাকিস্তানের মতো দল।

চলুন একনজরে দেখে নেয়া যাক টি-২০ বিশ্বকাপের নকআউটে দলীয় সর্বনিম্ন যত স্কোর-

২০২৪ বিশ্বকাপ (সেমিফাইনাল): দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান

নবম টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচটিতে আগুনে বোলিংয়ে আফগানদের অল্পতেই আটকে দেয় প্রোটিয়ারা। এতে প্রথম ইনিংস শেষেই তাদের ফাইনাল যাত্রা অনেকটা নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত হয়েছেও তাই।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাট করে ১১.৫ ওভারে ৫৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রাখলো এইডেন মার্করামের দল।

২০০৯ বিশ্বকাপ (সেমিফাইনাল): ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলংকা

ইংল্যান্ড বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা। ম্যাচটিতে আগে ব্যাট করে ১৫৮ রান সংগ্রহ করেছিল লঙ্কানরা। লক্ষ্য তাড়ায় ১০১ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। ৫৭ রানের জয়ে আসরের ফাইনালে পা রাখে এশিয়ান লায়নরা।

২০১২ বিশ্বকাপ (ফাইনাল): শ্রীলংকা বনাম ওয়েস্ট ইন্ডিজ

ঘরের মাঠে দুর্দান্ত ক্রিকেট খেলে ২০১২ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল শ্রীলংকা। কিন্তু শিরোপা নির্ধারণী মঞ্চে খেই হারিয়ে ফেলে তারা। তাতে শিরোপাও হাতছাড়া হয় স্বাগতিকদের।

ফাইনালে ‘পাওয়ার হাউস’ খ্যাত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল শ্রীলংকা। ম্যাচটিতে আগে ব্যাট করে ক্যারিবীয়রা স্কোরবোর্ডে রান তোলে ১৩৭। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ১০১ রানে থেমে যায় লঙ্কানরা। এতে ৩৬ রানে প্রথমবার বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে ড্যারেন স্যামির দল।

২০১২ বিশ্বকাপ (সেমিফাইনাল): পাকিস্তান বনাম শ্রীলংকা

বিশ্বকাপের ফাইনালে লজ্জার রেকর্ড গড়ার আগে আসরের সেমিতে পাকিস্তানকে অল্পতেই আটকে দেয় শ্রীলংকা। ২০১২ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুদল। যেখানে লঙ্কানদের দেওয়া ১৪০ রানের লক্ষ্য তাড়ায় ১২৩ রানে থেমেছিল পাকিস্তান। যা ছিল টি-২০ বিশ্বকাপের নকআউট পর্বে তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে