ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

সুপার এইট শেষে শীর্ষ পাঁচ উইকেট শিকারি বোলারের তালিকায় আছেন এক বাংলাদেশী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ২৬ ১২:৪৯:০২
সুপার এইট শেষে শীর্ষ পাঁচ উইকেট শিকারি বোলারের তালিকায় আছেন এক বাংলাদেশী

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ হলে চার সেমিফাইনালিস্ট চূড়ান্ত হয়েছে। একদিন বিরতি শেষে বৃহস্পতিবার (২৭ জুন) প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

সেমিফাইনালে সহজেই জায়গা করে নিয়েছে ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তবে শেষ স্পট নিয়ে লড়াইয়ে ছিল অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ। বাংলাদেশের প্রথম দুই ম্যাচে হারের পর সবাই ভেবেছিল তাদের বিশ্বকাপ শেষ। তবে আফগানিস্তান ও ভারত অস্ট্রেলিয়াকে পরাজিত করায় সেমিফাইনালের রেসে টিকে যায় বাংলাদেশ।

বাংলাদেশের সমীকরণ ছিল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ১২.১ ওভারে ১১৬ রান করতে হবে। তবে তারা ৮ রানে পরাজিত হয়। ফলে অস্ট্রেলিয়াকে বাদ দিয়ে আফগানিস্তান সেমিফাইনালে পৌঁছে যায়।

গ্রুপ পর্বে বাংলাদেশ তিনটি ম্যাচ জিতলেও সুপার এইটে একটিও জয় পায়নি। তবে বল হাতে দারুণ ছিলেন দুই বাংলাদেশি বোলার, যারা নিজেদের প্রথম বিশ্বকাপে নিজেদের চেনাতে সক্ষম হয়েছেন। ব্যাট হাতে তাওহিদ হৃদয় ছাড়া আর কেউই উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি।

অন্যদিকে, আফগানিস্তান ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। সর্বোচ্চ উইকেট শিকারির শীর্ষ পাঁচের মধ্যে তিনজনই আফগান। ব্যাটিংয়েও শীর্ষ পাঁচের মধ্যে দুইজন আফগানিস্তানের। দুই বিভাগেই শীর্ষ স্থানটি দখল করেছে তারা। শীর্ষ উইকেট শিকারির তালিকায় বাংলাদেশের দুই বোলারও জায়গা পেয়েছেন।

নজর রাখি শীর্ষ পাঁচ উইকেট শিকারি ও সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায়:

শীর্ষ পাঁচ উইকেট শিকারি:

নামদেশম্যাচউইকেটইকোনমি
ফজলহক ফারুকি আফগানিস্তান ১৬ ৬.৩৮
আর্শদ্বীপ সিং ভারত ১৫ ৭.৪১
রশিদ খান আফগানিস্তান ১৪ ৬.১০
রিশাদ হোসাইন বাংলাদেশ ১৪ ৭.৭৬
নাভেন-উল-হক আফগানিস্তান ১৩ ৬.১২

শীর্ষ পাঁচ রান সংগ্রাহক:

নামদেশম্যাচরানস্ট্রাইকরেট
রহমানউল্লাহ গুরবাজ আফগানিস্তান ২৮১ ১২৬.০০
ট্রাভিস হেড অস্ট্রেলিয়া ২৫৫ ১৫৮.৩৮
ইব্রাহিম জাদরান আফগানিস্তান ২২৯ ১০৯.০৪
নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজ ২২৮ ১৪৬.১৫
আন্দ্রে গৌস যুক্তরাষ্ট্র ২১৯ ১৫১.০৩

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে