ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

৬২ রানের মারপ্যাচে বাংলাদেশ, আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ভাগ্য

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ২৫ ০০:৫৬:৪২
৬২ রানের মারপ্যাচে বাংলাদেশ, আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ভাগ্য

একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। সোমবার ট্রেভিস হেডের ব্যাটিং দেখে সাত মাস আগের সেই হারার স্মৃতি ফিরে এসেছিল ভারতীয় সমর্থকদের মনে। তবে যশপ্রীত বুমরাহের অসাধারণ বোলিংয়ের কারণে ভারত শেষ পর্যন্ত ২৪ রানে জয়লাভ করে সেমিফাইনালে জায়গা করে নেয়।

সেন্ট লুসিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে টস জিতে বল করার প্রবণতা দেখা গেছে। সোমবারও সেই ধারাবাহিকতায় টস জিতে বল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। তবে মার্শ ভাবতেও পারেননি, তার দলের বোলিং আক্রমণকে নিয়ে রোহিত শর্মা এভাবে ছেলেখেলা করবেন।

ভারত অধিনায়ক রোহিত শর্মাকে হিটম্যান বলা হয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি আবারও প্রমাণ করলেন সেই নামকরণের যথার্থতা। কখনও পুল, কখনও লং অনের উপর দিয়ে, আবার কখনও কভারে অসাধারণ সব শট খেললেন তিনি। মিচেল স্টার্কের এক ওভারে শুধু বাউন্ডারি মেরে ২৮ রান সংগ্রহ করেন রোহিত। প্রথম ওভারেই রোহিতের আউটের আবেদন করেছিল অস্ট্রেলিয়া, তবে বলটি ব্যাটে লেগে মাটিতে পড়েছিল। শেষ পর্যন্ত স্টার্কই রোহিতের উইকেট নেন, কিন্তু তখন রোহিত ৪১ বলে ৯২ রান করে ফেলেছেন। মাত্র ৮ রানের জন্য শতরান হাতছাড়া হয় তার।

রোহিত ১৯ বলে অর্ধশতরান করেন এবং ইনিংসে মোট আটটি ছক্কা এবং সাতটি চার মারেন। জস হেজ়লউড ছাড়া অন্য কোনো বোলারকেই রেয়াত করেননি তিনি। হেজ়লউড তার ৪ ওভারে মাত্র ১৪ রান দেন এবং কোনো ভারতীয় ব্যাটার তাকে ছক্কা মারতে পারেননি। ভারতের ২০৫ রান করতে তবুও কোনো অসুবিধা হয়নি।

একসময় মনে হচ্ছিল ভারত হয়তো ২২০ রান তুলে ফেলবে। তবে রোহিত এবং সূর্যকুমার যাদব আউট হওয়ার পর রানের গতি কমে যায়। স্টার্কের বলে রোহিতের ব্যাটে লেগে পায়ে লেগে উইকেট ভাঙে। সূর্যকুমার আউট হন অফ স্টাম্পের অনেক বাইরের বল ছুঁইয়ে। ১৬ বলে ৩১ রান করা সূর্য ফিরে যাওয়ার পর ভারতের ২২০ রানের আশা ফিকে হয়ে যায়।

হার্দিক পাণ্ড্য এবং শিবম দুবে চেষ্টা করেছিলেন, তবে তারা ক্রিজে থিতু হতে হতেই বেশ কিছু বল নষ্ট করেন। ফলে শেষ দিকে বড় শট খেললেও ভারতের ইনিংস ২০৫ রানেই শেষ হয়।

অস্ট্রেলিয়াকে সরাসরি সেমিফাইনালে যেতে হলে ভারতের দেওয়া লক্ষ্য ১৫.৩ ওভারের মধ্যে পার করতে হতো। তবে অস্ট্রেলিয়ার ব্যাটারদের দেখে মনে হয়নি তারা সেই লক্ষ্য মাথায় রেখেছিলেন। তারা শেষ পর্যন্ত ম্যাচ জিততে চেয়েছিল এবং ট্রেভিস হেডরা সেই চেষ্টা চালিয়েছিলেন।

ভারত অস্ট্রেলিয়াকে ৫৫ রানে হারালে এবং বাংলাদেশ আফগানিস্তানকে ৩১ রানে হারাতে পারলে গ্রুপ-১ থেকে ভারত এবং বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারত, এমন সমীকরণের দিনে ভারত ঠিকই জিতেছে। যদিও ব্যবধান মাত্র ২৪ রান। আর তাই বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন আরও কঠিন হয়ে গেল।

অস্ট্রেলিয়াকে টপকে সেমিফাইনালে পৌঁছাতে গেলে আফগানিস্তানকে ১৬০ রানের লক্ষ্য দিয়ে অন্তত ৬২ রানে হারাতে হবে টাইগারদের। এর কম ব্যবধান হলে সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। অপরদিকে বাংলাদেশকে শুধু হারাতে পারলেই সেমিফাইনালে চলে যাবে আফগানিস্তান। এমনকি ম্যাচটি পরিত্যক্ত হলেও সেমিফাইনালে চলে যাবে আফগানরা। এদিকে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হিসেবে থাকছে শক্তিশালী ইংল্যান্ড।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে