ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

শেষ হলো ম্যাচ অস্ট্রেলিয়াকে চমকে দিলে অফগানিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ২৩ ১০:০৯:৫৩
শেষ হলো ম্যাচ অস্ট্রেলিয়াকে চমকে দিলে অফগানিস্তান

টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাট করতে নেমে বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে অসিদের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ১৪৮ রান তুলেছে আফগানিস্তান। ছোট টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। পাওয়ার প্লেতে ৩৩ রান তুলতেই তিন উইকেট হারায় তারা।

ম্যাক্সওয়েল ছাড়া তেমন কেউ রান করতে পারেননি। ৪১ বলে ৫৯ রান করেন তিনি। তবে দলের হারা এড়াতে পারেননি। ১২৭ রানের অল-আউট হয় অস্ট্রেলিয়া। ফলে ২১ রান জয় তুলে নিয়েছে আফগানিস্তান।

আগে ব্যাটিংয়ের সুবিধা খুব একটা কাজে লাগাতে পারেনি আফগানিস্তান। দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ছাড়া কেউই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি। ব্যাট হাতে সর্বোচ্চ ৬০ রান করেছেন গুরবাজ। ৪৯ বলে যা সাজানো চারটি করে ছক্কা চারে।

জাদরান করেন ৪৮ বলে ৫১ রান। শতরানের ওপেনিং জুটি ভাঙার পর বেশিদূর যায়নি আর আফগানিস্তান। বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে ২৮ রানে তিন উইকেট নেন প্যাট কামিন্স। সমান ২৮ রান দিয়ে দুটি শিকার অ্যাডাম জাম্পার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে