ঢাকা, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ভক্তের সঙ্গে হাতাহাতির কারণ জানালেন পাকিস্তানের পেসার হারিস রউফ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ১৯ ০৯:৪৬:২৫
ভক্তের সঙ্গে হাতাহাতির কারণ জানালেন পাকিস্তানের পেসার হারিস রউফ

খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। বাজে পারফরম্যান্সে সুপার এইটের আগেই বাদ পড়েছে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল পাকিস্তান। এর ওপর একের পর এক মাঠের বাইরের বিতর্কে জড়াচ্ছেন দলের তারকা ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ হলো তারকা পেসার হারিস রউফের নাম।

জানা যায়, স্ত্রীকে নিয়ে ফ্লোরিডার রাস্তায় হাঁটছিলেন রউফ। সেই সময় পাকিস্তানের এক সমর্থক ছবি তোলার অনুরোধ করেন তাকে। তবে, সেই অনুরোধে সাড়া দেননি রউফ। তারপরও ওই সমর্থক বারবার একসঙ্গে ছবি তোলার আবদার করতে থাকেন। এক পর্যায়ে রউফের পরিবার নিয়ে নেতিবাচক কথা বলতেও দ্বিধা করেননি তিনি। আর এতেই মেজাজ হারান পাকিস্তানি পেসার।

ওই সমর্থকের দিকে তেড়ে যান রউফ। ক্ষুব্ধ রউফকে প্রথমে আটকানোর চেষ্টা করেন তার স্ত্রী। যদিও তাতে কোনো লাভ হয়নি। স্ত্রীর হাত ছাড়িয়ে ওই সমর্থকের কাছে পৌঁছে যান রউফ। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন আরও এক দম্পতি। কোনো রকমে তারা রউফকে আটকান। এই ঘটনার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

শেষমেশ নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে পুরো ঘটনা জানান রউফ। সেখানে তিনি লেখেন, "সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর পরিস্থিতির আলোকপাত করা প্রয়োজন বলে মনে করছি। একজন পাবলিক ফিগার (তারকা) হিসেবে জনগণের সব রকম মতামতের ব্যাপারে আমরা উন্মুক্ত। আমাদের সমর্থন বা সমালোচনা করার অধিকার তাদের আছে। তবে যেটিই হোক, আমার মা-বাবা বা পরিবারের ব্যাপারে কিছু হলে আমি সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে দ্বিধা করব না। মানুষ এবং তার পরিবারের প্রতি সম্মান দেখানো গুরুত্বপূর্ণ, তার পেশা যেটিই হোক না কেন।"

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে