ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘তুফান’ জাস্ট ট্রেইলার, ‘তুফান টু’ হলো আসল সিনেমা: রাফি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জুন ১৮ ২১:০১:৩৪
‘তুফান’ জাস্ট ট্রেইলার, ‘তুফান টু’ হলো আসল সিনেমা: রাফি

ঈদে দেশের প্রেক্ষাগৃহ কাঁপাচ্ছে ‘তুফান’। এ সিনেমা নিয়ে এবার বড় চমক ফাঁস করেছেন পরিচালক রায়হান রাফি। সংবাদমাধ্যমে রাফি বলেছেন, "বাংলাদেশে এখনও কোনো সিনেমার ওয়ান, টু, এরপর থ্রি সিক্যুয়াল আসার চল নেই। আমি আশা করছি, ‘তুফান’ সেই চল চালু করবে। মানুষ অধীর আগ্রহে ‘তুফান টু’ দেখার অপেক্ষা করবে।"

রাফি আরও বলেন, "‘তুফান’ একটি বাণিজ্যিক সিনেমা। এটা ‘পরাণ’ কিংবা ‘সুড়ঙ্গ’-এর মতো সিনেমা নয়। অনেক পরিকল্পনা করে ‘তুফান’ সিনেমার গল্প লেখা হয়েছে। এ সিনেমাটাকেই ট্রেইলার বলতে পারেন। কারণ ‘তুফান টু’ হলো আসল সিনেমা। সেই সিনেমায় অনেক বড় চমক আছে। খুব শিগগিরই ‘তুফান টু’ নিয়ে আসব, আশা করছি।"

এ মুহূর্তে প্রতিটি সিনেমা হলে দর্শকের উপচেপড়া ভিড় ‘তুফান’ সিনেমার জন্য। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আরও আছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত। পুরোপুরি অ্যাকশনধর্মী এ ছবিতে শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রুপালি পর্দায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে